দিল্লিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক! প্রায় ৪০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছে। সোমবার সকালে দিল্লি পুলিশের কাছে পর পর দুটি এই ধরনের খবর আসে। একটি দিল্লির আরকে পুরমে এবং অন্যটি পশ্চিম বিহার অঞ্চলে। ইমেল করে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লির স্কুলে বোমাতঙ্ক
দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই হুমকি মেইলে জানানো হয় যে, ‘স্কুল বিল্ডিং-এর মধ্যে বোমা রাখা হয়েছে! সেগুলি খুব ছোট এবং খুব গোপন জায়গায় সেগুলো রাখা রয়েছে। এটি খুব বেশি ক্ষতি না করলেও, অনেকে আহত হতে পারেন। যদি ৩০,০০০ ডলার না দেওয়া হয় তাহলে বড়সড় ক্ষতি হয়ে যাবে।’
আরও পড়ুন: Murshidabad Blast: মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! মৃত ৩
এই ধরনের হুমকি মেইল আসার পরেই, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয়। সেই সঙ্গে পুলিশ এবং দমকল-বিভাগকেও খবর দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে দিল্লির রোহিনীতে একটি স্কুলে বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছিল। বারংবার এই ধরনের ঘটনা ঘটায়, গত ১৯ নভেম্বর, দিল্লি হাইকোর্ট, দিল্লি সরকার এবং দিল্লি পুলিশকে একটি কম্প্রিহেনসিভ অ্যাকশন প্ল্যান এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেওয়ার নির্দেশ দেয়।
তবে শুধু স্কুলেই নয়, সাম্প্রতিককালে বিমানবন্দরেও হুমকি মেইল আসে বলে জানা যায়। শুধুমাত্র অক্টোবরেই নাকি প্রায় ৬৬৬টি হুমকি মেইল এসেছিল বিমানবন্দরে। চলতি বছরে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৯৯৯ বোমা রাখার হুমকি আসে।