ইন্ডিয়া নিউজ বাংলা, বীরভূম: Battlefield at Rampurhat তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে খুনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের রামপুরহাট। সোমবার রামপুরহাটে নিজের গ্রাম বগটুইয়ে বোমা বিস্ফোরণে নিহত হন রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এই ঘটনার পর সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বগটুই গ্রাম। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যাপক বোমাবাজি চলল রাতভর। জানা গেছে, এখনও পর্যন্ত ১০টি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দমকল সূত্রে খবর, গতকাল ৩টি ঝলসানো দেহ উদ্ধারের পর আজ সকালে আরও ৭টি দেহ উদ্ধার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস উপপ্রধানের খুনের প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। কলকাতা থেকে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি-র টিম।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে ঘটনাস্থলে যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এলাকায় উত্তেজনা প্রশমনে ঘটনাস্থলে রয়েছেন বীরভূমের পুলিশ সুপার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বাহিনী আনা হচ্ছে বলেই সূত্রের খবর। Battlefield at Rampurhat
জানা যাচ্ছে, সোমবার রাতে রামপুরহাটে জাতীয় সড়ক ধরে বাইকে করে যাওয়ার সময় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ভাদু শেখের বাইক দাঁড় করিয়ে বোমা ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একটা রেষারেষির সম্পর্ক বগটুই গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার মধ্যে। এর আগেও বহুবার উত্তেজনা ছড়িয়েছে দুই পাড়ার মধ্যে। পুলিশ সূত্রে খবর, গ্রাম্য বিবাদ নাকি রাজনৈতিক দলাদলির জের তা তদন্ত হলেই জানা যাবে।
Battlefield at Rampurhat
————
Published by Subhasish Mandal