Sunday, November 24, 2024
HomeবিনোদনFILMSBappi Lahiri Death Reason একমাস পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেও বাড়িতে থাকা...

Bappi Lahiri Death Reason একমাস পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেও বাড়িতে থাকা হল না বাপ্পির

সমীর সাইনি, নতুন দিল্লি, ইন্ডিয়া নিউজ বাংলা, Bappi Lahiri Death Reason নতুন বছরের শুরুতে একের পর এক নক্ষত্র পতন সঙ্গীত জগতে। ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন বর্ষীয়ান শিল্পী লতা মঙ্গেশকর। মাত্র ৯দিনের ব্যবধানে প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখপাধ্যায়। একই দিনে প্রয়াত হয়েছেন সুরকার সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী়ও। মঙ্গলবার রাত ১১.৪৫ মিনিটে মুম্বইয়ের জুহুর ক্রিটি কেয়ার  হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। আজ(বুধবার) সকালে হাসপাতালের তরফে সংগীত শিল্পীর মৃত্যু সংবাদ জানানো হয়।

এক মাস পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেও বাড়িতে থাকা হল না বাপ্পির Bappi Lahiri Death Reason 

হাসপাতাল সূত্রে খবর, প্রায় এক মাস ধরে ক্রিটি কেয়ার হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি ছিলেন বাপ্পি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পারিবারিক চিকিৎসকে ডেকে নিয়ে আসা হয় বাড়িতে। রাতে তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় পারিবারের সদস্যরা বাপ্পি লাহিড়ীকে নিয়ে আসেন ক্রিটি কেয়ার হাসপাতালে। সেখানেই কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয় বিখ্যাত এই শিল্পীর। দীর্ঘদিন নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন বাপ্পি লাহিড়ী।

আরও পড়ুন : Bappi Lahiri Passes Away ৪৮ বছরের সঙ্গীত জীবনের ইতি

আরও পড়ুন : Bappi Lahiri dead অলোকেশ থেকে বাপ্পি লাহিড়ী হওয়ার অজানা কথা

ওএসএ (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কী Bappi Lahiri Death Reason 

ওএসএ(OSA)- র পুরো নাম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের এক ধরনের অসুখ।এই রোগে আক্রান্ত রোগীদের ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশির শিথিলতার কারণে শ্বাস নেওয়ার রাস্তা রোগীর আচমকা বন্ধ হয়ে আসে এবং ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

এই রোগের লক্ষণ OSA(অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া)

১. সশব্দে নাক ডাকা

২. ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে আসা

৩. আচমকা ঘুম ভেঙে যাওয়া

৪. ঘুমের মধ্যে মুখ শুকিয়ে যাওয়া

৫. অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, শ্বাসনালীর সমস্যা

বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, ১০ সেকেন্ডের বেশি এমন অবস্থায় রোগী থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে রোগীর মৃত্যু হতে পারে।

আরও পড়ুন : Sandhya Mukherjee : ১২ বছর বয়সে কলকাতা আকাশবাণীর ‘গল্পদাদুর আসর’-এ প্রথম গান গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়

____

Published by Julekha Nasrin

 

 

 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular