ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা, Bappi Lahiri ৬ ফেব্রুয়ারি, আকাশের তারা হয়ে গিয়েছেন কিংবদন্তী লতা মঙ্গেশকর। সেদিন চোখের জল ফেলেছিল অগণিত দেশবাসী। তার ঠিক নয়দিন পরে ১৫ ফেব্রুয়ারি, প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়, পরে একই পথে গীতশ্রীর সঙ্গী হলেন বাপ্পি লাহিড়ীও। আরও একবার রিক্ত হল সঙ্গীত দুনিয়া।
লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ শোনার পরে বাপ্পির প্রতিক্রিয়া ছিল ‘মা’ Bappi Lahiri
বর্ষীয়ান লতা মঙ্গেশকর যেদিন প্রয়াত হন তখন মুম্বইয়ের ক্রিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাপ্পি লাহিড়ী। যদিও সে কথা বাইরের দুনিয়ার কাউকে জানতে দেননি ‘ডিস্কো কিং’। কিংবদন্তীর মৃত্যু সংবাদ শোনার পরে নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে শুধু লিখেছিলেন ‘মা’।
আরও পড়ুন : Bappi Lahiri Death Reason একমাস পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেও বাড়িতে থাকা হল না বাপ্পির
দু’বছর বয়স থেকে বাপ্পিকে চিনতেন লতা মঙ্গেশকর Bappi Lahiri
সূত্রের খবর, ২৭ নভেম্বর বাপ্পি লাহিড়ীকে নিজের হাতে একটি চিঠি লিখেছিলেন প্রয়াত লতা মঙ্গেশকর। সঙ্গে উপহার হিসাবে ছিল রাম-লক্ষণ-হনুমানের মূর্তি এবং চিত্রানী লাহিড়ীর জন্য শাড়ি। উল্লেখ্য, বাপ্পির দু’বছর বয়স থেকে তাঁকে চিনতেন লতা মঙ্গেশকর। কোলে নিয়ে আদর করতেন বাপ্পিকে। বাপ্পি লাহিড়ীও মা বলে ডাকতেন লতা মঙ্গেশকরকে। গানের জগত থেকে ব্যক্তিগত জীবন অবাধ যাতায়াত ছিল দুই কিংবদন্তীর। ছেলেকে হয়তো চোখে হারাচ্ছিলেন লতা। তাই ডেকে নিলেন নিজের কাছে।
___
Published by Julekha Nasrin