শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা : Assam-Meghalaya Boundary Dispute Resolve পঞ্চাশ বছর ধরে চলা সীমানা বিরোধ নিয়ে মউ (MoU) চুক্তি স্বাক্ষরিত হল অসম ও মেঘালয়ের মধ্যে। ঐতিহাসিক এই মউ চুক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যস্থতায় সারলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। গত ৩১ জানুয়ারি অসম ও মেঘালয় দুই সরকার মিলে ৮৮৪ কিলোমিটার সীমানা বরাবর ১২টি বিতর্কিত অঞ্চল নিয়ে ছয়টির বিরোধ নিষ্পত্তির জন্য একটি খসড়া রেজোলিউশন জমা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ৩৬.৭৯ বর্গ কিমি ভূমির জন্য প্রস্তাবিত সুপারিশ অনুসারে অসম ১৮.৫১ বর্গ কিলোমিটার রাখবে এবং অবশিষ্ট ১৮.২৮ বর্গ কিলোমিটার মেঘালয়কে রাখবে বলে মউ চুক্তিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় এর ফলে পুরনো সীমানা বিরোধ মিটবে বলেই আশা করা হচ্ছে। Assam-Meghalaya Boundary Dispute Resolve
#WATCH Assam CM Himanta Biswa Sarma and Meghalaya CM Conrad K Sangma sign an agreement to resolve the 50-year-old pending boundary dispute between their states, in the presence of Union Home Minister Amit Shah in Delhi pic.twitter.com/hnP6hs8yMm
— ANI (@ANI) March 29, 2022
চুক্তি স্বাক্ষর করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেন, ‘আমরা এই বছর আমাদের রাজ্যের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। কিন্তু ৫০ বছর পরেও সীমানা সমস্যাটি রয়ে গেছিল। তাই, সমাজের একটি বড় অংশই এর একটি সমাধান চেয়েছিল। আমি অামার কমিটির সকল সদস্যকে এবং অসম ও মেঘালয় সরকারের আধিকারিকদের ধন্যবাদ জানাই। শুধুমাত্র আধিকারিক বা কমিটির চেয়ারম্যান নয়, আজ এটা সফল হল রাজনৈতিক নেতাদের কঠোর পরিশ্রমের কারণে।’ Assam-Meghalaya Boundary Dispute Resolve
Firstly I want to thank HM Amit Shah for giving us the direction to resolve the border disputes in the North-Eastern states. Today the first phase of the resolution has been done. It could only be possible because of Assam CM Himanta Biswa Sarma: Meghalaya CM Conrad K Sangma pic.twitter.com/j3OYBB9ZUL
— ANI (@ANI) March 29, 2022
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সীমানা সমস্যা নিরশনের জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলকে। তিনি আশা করেন যে বাকি ৬টি অবস্থানের সমস্যাও আগামী ৭ মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও চান অসম এবং অরুণাচল প্রদেশের মধ্যে বিরোধেরও সমাধান হোক। আমরা বৈঠক করেছি এবং ১২টি বিতর্কিত অঞ্চল নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি রোডম্যাপ তৈরি করাও হচ্ছে। উত্তর-পূর্বের জন্য আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং সব উপায়ে জাতির জন্য আমরা উৎপাদনশীলতায় অবদান রাখব।’ Assam-Meghalaya Boundary Dispute Resolve
Delhi | The initiation of resolution of 50 years old border dispute between Assam and Meghalaya has been done today. This historic milestone could only be achieved because of the continuous effort of Prime Minister Narendra Modi and HM Amit Shah: Assam CM Himanta Biswa Sarma pic.twitter.com/5qRmmMtAgQ
— ANI (@ANI) March 29, 2022
একই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, ‘সীমানা সমস্যা নিরশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বা উন্নয়নের বিষয়ে তিনি আমাদের সাথে ক্রমাগত যোগাযোগ করছেন। আমরা মিজোরাম সরকারের সাথেও আলোচনা শুরু করেছি। আমরা একটি ইতিবাচক এবং ঐক্যবদ্ধ উত্তর-পূর্ব চাই।’
Assam-Meghalaya Boundary Dispute Resolve
————
Published by Subhasish Mandal