Thursday, December 12, 2024
HomeBreakingNRC-Aadhaar: এনআরসি-তে আবেদন না করলে বাতিল হবে আধার কার্ড! বড় সিদ্ধান্ত নিল...

NRC-Aadhaar: এনআরসি-তে আবেদন না করলে বাতিল হবে আধার কার্ড! বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য

অনুপ্রবেশ ইস্যুতে বারবারই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এই অনুপ্রবেশ ইস্যু প্রসঙ্গটি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেথে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার ঘোষণা করেছে যে, এনআরসির (NRC-Aadhaar) জন্য আবেদন না করলে আর মিলবে না আধার কার্ড!

কী জানা গিয়েছে?

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান যে, বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশের প্রচেষ্টার কথা মাথায় রেখে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই নিয়ম থেকে ছাড় পাবেন। তাদের এনআরসি-তে (NRC-Aadhaar) আবেদন করার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: Taslima Nasreen: ‘ভারতে থাকতে চাই,’ কেন্দ্রকে SOS-এর পরেই শাহকে ধন্যবাদ জ্ঞাপন তসলিমার

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘গত দুই মাসে অসম পুলিশ, ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীকে ধরেছে। তাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমাদের সিস্টেমকে শক্তিশালী করতে হবে এবং সেই কারণেই আমরা আধার কার্ড ব্যবস্থাকে আরও শক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

অসম সরকারের তরফে জানানো হয়, এবার থেকে আধার কার্ডের (NRC-Aadhaar) আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার। সমস্ত আবেদন তারাই খুঁটিয়ে দেখবে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular