Tuesday, September 17, 2024
HomeদেশAssam CM Himanta Biswa Sarma’s Order পার্সোনাল সিকিউরিটি অফিসার্স ব্যবহার নিয়ে কড়া...

Assam CM Himanta Biswa Sarma’s Order পার্সোনাল সিকিউরিটি অফিসার্স ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Assam CM Himanta Biswa Sarma’s Order ব্যক্তিগত বা পরিবারের কাজের জন্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বা পার্সোনাল সিকিউরিটি অফিসার্স (পিএসওএস) ব্যবহার করা নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জারি করা নতুন নির্দেশাবলীতে বলা হয়েছে, সকল ব্যাটালিয়নের কমান্ডেন্টকে অঙ্গীকার করতে হবে যে কোনও কর্মকর্তার সাথে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পার্সোনাল সিকিউরিটি অফিসার্স সংযুক্ত হয়নি। নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, যারা এই নির্দেশ অবজ্ঞা করবে সেই সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হবে।

এ প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি ভাস্কর জ্যোতি মহান্তিকে অবিলম্বে নির্দেশনা জোরদার করতে বলেছেন মুখ্যমন্ত্রী। ডিজি বলেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার থেকে আমি স্পষ্ট নির্দেশ পেয়েছি। এই নির্দেশ রাজনৈতিকভাবে একটি বড় সিদ্ধান্ত। অসম পুলিশে সংস্কারের অংশ হিসাবে এটি বাস্তবায়িত হয়েছে। যদি প্রয়োজন হয় তবে আমরা পার্সোনাল সিকিউরিটি অফিসার্স নিয়োগ করব।’

Assam CM Himanta Biswa Sarma’s Order

আরও পড়ুন : CBI Probe into Recruitment of Ninth-Tenth Class Teachers নবম-দশমের শিক্ষক নিয়োগ নিয়েও সিবিআই তদন্তের নির্দেশ, হাইকোর্টের নজরে মন্ত্রীর চেম্বারের মিটিংও

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular