Thursday, November 21, 2024
HomeদেশAshish Mishra Surrendered in Lakhimpur Kheri লখিমপুর খেরির ঘটনায় আত্মসমর্পণ মন্ত্রিপুত্র...

Ashish Mishra Surrendered in Lakhimpur Kheri লখিমপুর খেরির ঘটনায় আত্মসমর্পণ মন্ত্রিপুত্র আশিস মিশ্রর

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Ashish Mishra Surrendered in Lakhimpur Kheri অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সাতদিনের সময়সীমা পার হওয়ার একদিন আগেই আত্মসমর্পণ করলেন মন্ত্রিপুত্র। আশিস মিশ্রের আইনজীবী অওধেশ সিং  বলেছেন, ‘আশিস আদালতে আত্মসমর্পণ করেছে। আমাদের এক সপ্তাহের সময় দেওয়া হয়েছিল কিন্তু সোমবার শেষ দিন হওয়ায় তিনি একদিন আগে আত্মসমর্পণ করেছেন।’ আশিস ওরফে মনুকে লখিমপুর খেরি জেলা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। জেল সুপার পি‌ পি সিং জানিয়েছেন, ‘নিরাপত্তার কারণে আশিসকে কারাগারে আলাদা ব্যারাকে রাখা হবে।’

২০২১ সালের অক্টোবরে কৃষকদের হত্যার ঘটনায় এলাহাবাদ হাইকোর্টের দেওয়া জামিন শীর্ষ আদালত বাতিল করার এক সপ্তাহ পরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে আশিস মিশ্র রবিবার লখিমপুর খেরির একটি স্থানীয় আদালতে আত্মসমর্পণ করেন। Ashish Mishra Surrendered in Lakhimpur Kheri

উল্লেখ্য, ২০২১-এর ৩ অক্টোবর উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের লখিমপুর খেরি সফরের বিরুদ্ধে কৃষকরা বিক্ষোভ করছিল। অভিযোগ, শেষ সময়ে মন্ত্রীপুত্র আশিস লখিমপুর খেরিতে এই আন্দোলন চলাকালীন তাঁর গাড়ি নিয়ে কৃষকদের চাপা দেয়। ঘটনায় একাধিক কৃষক নিহত হয়েছিলেন। যা নিয়ে গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এফআইআর-এ উঠে আসে মন্ত্রিপুত্র আশিস একটি গাড়িতে বসেছিলেন। পরে পুলিশ আশিসকে গ্রেফতার করে। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ তাঁকে জামিন দিলে বিতর্ক বাড়ে। Ashish Mishra Surrendered in Lakhimpur Kheri

এরপর তাঁর জামিন বাতিল করে সুপ্রিম কোর্ট বলে যে, এলাহাবাদ হাইকোর্ট ভুক্তভোগীদের “ন্যায্য ও কার্যকর শুনানি” অস্বীকার করেছে এবং ”কৃষকদের সম্পর্কে একটি অলীক দৃষ্টিভঙ্গি” গ্রহণ করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় এলাহাবাদ হাইকোর্টের জামিন আবেদন অবৈধ এবং আগামী এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে মন্ত্রিপুত্র আশিস মিশ্রকে। সেই নির্দেশ মেনেই আদালতে আত্মসমর্পণ করলেন আশিস মিশ্র।

Ashish Mishra Surrendered in Lakhimpur Kheri

আরও পড়ুন: PM Modi says J&K youth won’t inherit old problems জম্মু ও কাশ্মীরের যুবকরা তাদের পূর্বপুরুষের সমস্যা  উত্তরাধিকারসূত্রে পাবেনা: মোদি

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular