আবগারি কেলেঙ্কারি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। সেখানেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। কিন্তু জামিন পেলেও আপাতত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। কারণ কয়েকদিন আগে তিনি সিবিআইয়ের হাতেও গ্রেফতার হয়েছেন তিনি।
কী জানা যাচ্ছে?
জানা গিয়েছে, গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিজেদের হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। ২ সপ্তাহ পরে তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। এরপরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান আপ সুপ্রিমো। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের আত্মসমর্পণ করতে হয় তাঁকে। পরে আবগারি মামলায় তাঁকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে আবার স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট।
আরও পড়ুন : Arvind Kejriwal : জোরালো ধাক্কা খেলেন কেজরিওয়াল! জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ
এদিকে, এতকিছুর মধ্যে আবার তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করে সিবিআই। সেই মামলার প্রেক্ষিতে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতে তাঁকে পাঠায় দিল্লির আদালত। কিন্তু জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেজরিওয়াল।
এবার অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরি (Arvind Kejriwal)।যদিও এখন তাঁকে থাকতে হবে সেই জেলেই। উল্লেখ্য, কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর স্ত্রী সুনীতা বলেছিলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল একজন সিংহ… তাঁকে বেশি দিন আটকে রাখা যাবে না’। তাই তাঁর এই অন্তর্বর্তী জামিনকে নৈতিক জয় বলেই মনে করছেন অনেকে।