রনিক দত্ত, বিধাননগর, ইন্ডিয়া নিউজ বাংলা: Arrest warrants issued against two Pakistani Militants দুই পাকিস্তানি সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল এনআইএ (NIA) বিশেষ আদালত। সূত্রের খবর, এনআইএ-এর বিশেষ আদালত আশা বুরান এবং বিলাল দুরানি নামে দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
২০২০ সালের মার্চ মাসে রাজ্য এসটিএফ বাদুড়িয়া থেকে তানিয়া পারভীনকে গ্রেফতার করে। এসটিএফ দাবি করেছে যে, সে সরাসরি লস্কর-ই-তৈবার সাথে জড়িত ছিল। এরপর এসটিএফের কাছ থেকে মামলার দায়িত্ব নেয় এনআইএ। Arrest warrants issued against two Pakistani Militants
তানিয়ার হোয়াটসঅ্যাপ থেকে কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া যায়। যা প্রমাণ করে যে তানিয়া সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত ছিল। সেই প্রমাণ হাতে আসার পরেই এনআইএ দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতারের অনুমতি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। তাই গত সপ্তাহে দুই লস্কর তৈবার সন্ত্রাসীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এনআইএ-র বিশেষ আদালত। Arrest warrants issued against two Pakistani Militants
এনআইএ সূত্র জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসীদের শেষ টাওয়ার অবস্থান। তাই এখন এনআইএ পরবর্তী প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে।
Arrest warrants issued against two Pakistani Militants
আরও পড়ুন : Storm and Rain in Cooch Behar কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, কোচবিহারে প্রাণ গেল দুজনের
Published by Subhasish Mandal