কৌশিক দাস, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Arjun Singh’s Politics রাহুল সিনহা, তথাগত রায়দের আমলে বাংলায় বিজেপি মূলত অবাঙালি ও মারোয়াড়ি সম্প্রদায়ের দল হিসেবে পরিচিত ছিল। উত্তরবঙ্গের চা-বলয়ের আদিবাসী প্রধান এলাকা বা নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বরাবরই তাদের অল্প-বিস্তর প্রভাব ছিল। বিভিন্ন শিল্পাঞ্চলের ও কলকাতার বাঙালিদের বিজেপির স্বাভাবিক সমর্থক হিসেবে মনে করা হত সেই সময়।
২০১৬-র বিধানসভা নির্বাচনের পর থেকে অবশ্য সেই ধারা পুরোপুরি বদলে যায়। তারও বেশ কিছুটা পর ২০১৯-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বাজিমাত করেন অর্জুন সিং। কারণ সেই সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের পাশ থেকে বাঙালি ভোটও সরে যাচ্ছিল। তাই তাঁর শিবির বদলানো। সেই থেকে তাঁকে দক্ষিণবঙ্গে বিজেপির প্রধান মুখ মনে করা হত। যদিও ২০২১-এর বিধানসভা ভোট বা পরবর্তী পর্যায়ে পুরসভা নির্বাচনে বিশেষ একটা সাফল্য দলকে এনে দিতে পারেননি অর্জুন সিং। তবে বাংলার রাজনীতিতে তৃণমূল-বিজেপি মিলিয়ে তিনিই সবচেয়ে দাপুটে হিন্দিভাষী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। কিন্তু সেই অর্জুনের এখন পাল্টি খাওয়া স্রেফ সময়ের অপেক্ষা! আসলে দলকে সাফল্য এনে দিতে না পারলেও হিন্দিভাষী মুখ হিসেবে বিজেপিতে যথেষ্ট কদর পান অর্জুন সিং। Arjun Singh’s Politics
সদ্যসমাপ্ত আসানসোল লোকসভার উপ-নির্বাচনেও তাঁকে প্রচারে যথেষ্ট ব্যবহার করে বিজেপি। কিন্তু তারপরও দেখা গিয়েছে আসানসোল হাতছাড়া হওয়ার পাশাপাশি সেখানে বিজেপির প্রধান ভিত্তি হিন্দি ভাষীরাই তৃণমূলকে ভোট দিয়েছে। রাজনৈতিক মহলের অনুমান ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহাকে ব্যবহার করে বিজেপির হিন্দি ভোট ব্যাঙ্কে ভালোই থাবা বসাতে পেরেছে তৃণমূল। ফলে আগামী দিনে বেকায়দায় পড়তে পারেন খোদ অর্জুন। এমনিতেই তাঁর একের পর এক অনুগামীকে ভাঙিয়ে নিয়েছে তৃণমূল। ভাঙন ধরিয়েছে পরিবারে। একের পর এক মামলাতেও তিনি জর্জরিত। Arjun Singh’s Politics
এই পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয় অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছে অর্জুনের। ব্যারাকপুর শিল্পাঞ্চলেও তাঁর আগের সেই দাপট নেই। ফলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে অর্জুন সিংকে বেসুরো হতেই হত বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। পাটের বস্তার দাম নিয়ে তাঁর অভিযোগ শুধুই অজুহাত। কলিযুগের অর্জুন হয়তো এই অজুহাতের রথে চড়েই একসময় নিজের ফেলে আসা তৃণমূল সংসারে ফিরে যাবেন! তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
Arjun Singh’s Politics
Published by Subhasish Mandal