ইন্ডিয়া নিউজ বাংলা
মুম্বই : ভারতরত্ন লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লতাজির মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গভীর শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট সঙ্গীত সুরকার ও শিল্পী এ আর রহমান।
Love, respect and prayers ? @mangeshkarlata pic.twitter.com/PpJb1AdUdc
— A.R.Rahman (@arrahman) February 6, 2022
অনেকের হয়ত জানা নেই এ.আর রহমান অল্প বয়স থেকেই প্রতিদিন রেওয়াজের আগে লতা মঙ্গেশকরের ছবিতে প্রণাম জানিয়ে তবে রেওয়াজ শুরু করেন। স্বাভাবিক ভাবেই লতাজির চলে যাওয়া তাঁর মনে গভীর রেখাপাত করেছে। এখন কত স্মৃতি ভেসে আসছে এ আর রহমানের। কিছু স্মৃতি আজ তুলে ধরছেন তিনি।
AR Rahman pays tribute to Lata Mangeshkar
আর ও পড়ুন :Facts of Lata Mangeshkar : লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনে প্রথম বড় সুযোগ দেন গোলাম হায়দার
Published by Monirul Hossain