Thursday, November 21, 2024
HomeদেশAmit Shah on Disaster Management দুর্যোগ ব্যবস্থাপনায় ভারতের মর্যাদা বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

Amit Shah on Disaster Management দুর্যোগ ব্যবস্থাপনায় ভারতের মর্যাদা বেড়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Amit Shah on Disaster Management ভারত দুর্যোগ ব্যবস্থাপনায় তার মর্যাদা বাড়িয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে সমান ক্ষমতা, এমনকী তাদের থেকে এগিয়েও রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দুর্যোগ মোকাবিলা নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। ৯০-এর দশকের আগেও পুনর্বাসন-কেন্দ্রিক পদ্ধতি ছিল। এখন, আমরা যেকোনও দুর্যোগের আগেই অনেক তথ্য পেতে সক্ষম হয়েছি। আগে পাওয়া এই তথ্যের কারণে, আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। জীবন ও সম্পদের ক্ষতি কমেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা বিশ্বের সাথে সমানে এবং বিভিন্ন দেশের চেয়ে এগিয়ে আছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়।’ Amit Shah on Disaster Management

 

অমিত শাহ আরও বলেন, ‘আমরা দুর্যোগের সময় মৃত্যুর সংখ্যা হ্রাস করতে পেরেছি। যেকোনও দুর্যোগের আগেই আমরা সঠিক তথ্য পেয়ে থাকি, এমনকী বজ্রপাতের ঘটনাও। সময়মতো এই তথ্য নিম্ন স্তরে পৌঁছে দেওয়া দরকার। যে এলাকায় দুর্যোগ ঘটতে চলেছে, সেই এলাকায় সতর্ক করতে, সম্পত্তির ক্ষতি কমাতে হবে এবং জীবন বাঁচাতে হবে৷ দুর্যোগ ব্যবস্থাপনার সাথে যুক্ত সমস্ত সংস্থার মধ্যে যথাযথ সমন্বয় না হওয়া পর্যন্ত এই সমস্ত বিষয়ে পেশাদার দক্ষতা অর্জন করা যায় না।’ অমিত শাহের কথায় এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে। Amit Shah on Disaster Management

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিআরএফের ডিজি অতুল কারওয়ালকে নির্দেশ দেন যে কোনও দুর্যোগ বা বজ্রপাতের ঘটনা সম্পর্কে প্রাপ্ত তথ্য শুধুমাত্র জেলা পর্যায়েই নয়, গ্রামে বা যেখানে এটি ঘটতে পারে সেখানেও পৌঁছে তা নিশ্চিত করুন। এসডিআরএফ এবং এনডিআরএফ বাহিনীর প্রশংসা করে অমিত শাহ বলেন, জনগণের জীবন বাঁচানোর জন্য এবং দুর্যোগের মতো পরিস্থিতির সময় দরিদ্রদের সাহায্য করার বিষয়ে বিশেষ নজর দিতে হবে। এরজন্য এনসিসি, এনএসএস এবং স্বরাষ্ট্রমন্ত্রকের শক্তিকে একত্রিত করার দিকে জোর দিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় গ্রাম পঞ্চায়েত বা মহিলা স্বনির্ভর গোষ্ঠীকেও যুক্ত করতে হবে।’

Amit Shah on Disaster Management

আরও পড়ুন : CBI on Rampurhat Case রামপুরহাট মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট পেশ সিবিআইয়ের

————
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular