Saturday, December 21, 2024
HomeBreakingAmbedkar Row : 'অমিত শাহ পাগল হয়ে গিয়েছেন, ওনার রাজনীতি ছেড়ে দেওয়া...

Ambedkar Row : ‘অমিত শাহ পাগল হয়ে গিয়েছেন, ওনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত’, মন্তব্য লালুর

বিআর আম্বেদকর (Ambedkar Row) সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধিতায় নেমেছে, উঠছে অমিত শাহের পদত্যাগের দাবিও। আর এই আবহেই বড়সড় মন্তব্য করলেন লালু প্রসাদ যাদব। শাহকে ‘পাগল’ বললেন তিনি।

শাহের উদ্দেশে লালুর মন্তব্য

সংবাদ সংস্থা সূত্রে খবর, আম্বেদকর ইস্যুতে (Ambedkar Row) রাষ্ট্রীয় জনতা দল প্রধান (RJD) লালু প্রসাদ যাদব বলেছেন, ‘অমিত শাহ পাগল হয়ে গিয়েছেন, পদত্যাগ করে ওনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।’ লালু আরও বলেন, ‘অমিত শাহের এই পাগলামির নিন্দা করছি আমরা। বাবাসাহেব আম্বেদকর মহান পুরুষ ছিলেন। অমিত শাহের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।’

আরও পড়ুন: One Nation, One Election নিয়ে ভোটাভুটির সময় লোকসভায় অনুপস্থিত গডকরিরা, নোটিস দিতে পারে দল!

এর আগে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও তোপ দেগেছিলেন। অমিত শাহ এবং বিজেপিকে সংবিধান-বিরোধী বলেছিলেন তিনি। তেজস্বী এক সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘বাবাসাহেব আমাদের ফ্যাশন এবং প্যাশনও। তিনি আমাদের অনুপ্রেরণা। বাবাসাহেবকে অপমান করার অধিকার আমরা কাউকে দেব না।’ অমিত শাহকে নিশানা করে তিনি আরও বলেন, ‘এরা সংবিধান-বিরোধী এবং এরাই হিংসা ছড়াচ্ছে এরাই। সংসদে এই ধরনের ভাষার ব্যবহার নিন্দনীয়।’

আম্বেদকর প্রসঙ্গে কী বলেছিলেন শাহ?

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।’ অমিত শাহের এই মন্তব্যের (Ambedkar Row) পর থেকেই রাজনীতির আঙিনা ক্রমশই উত্তপ্ত হচ্ছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular