Thursday, November 21, 2024
HomeদেশAkhilesh 1st Statement after Defeat in UP Election 2022 বিজেপির আসন কমিয়ে...

Akhilesh 1st Statement after Defeat in UP Election 2022 বিজেপির আসন কমিয়ে আমাদের শক্তি দেখিয়েছি : অখিলেশ যাদব

ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ : Akhilesh 1st Statement after Defeat in UP Election 2022 ইউপিতে এসপির পরাজয়ের পর প্রথমবারের মতো সামনে এসেছে সভাপতি অখিলেশ যাদবের বক্তব্য। শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি এসপি এবং জোট দলকে যাঁরা ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। অখিলেশ বলেন যে তাঁর দল এসপি দেখিয়েছে যে বিজেপির আসনও কমানো যেতে পারে।

অখিলেশ যাদব তার টুইটে লিখেছেন যে উত্তরপ্রদেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ আমাদের আসন আড়াই গুণ এবং ভোট শতাংশ দেড় গুণ বৃদ্ধি করার জন্য! আমরা দেখিয়েছি যে বিজেপির আসন কমানো যেতে পারে। বিজেপির এই পতন অব্যাহত থাকবে। অর্ধেকের বেশি বিভ্রান্তি দূর হয়েছে, বাকিটা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। জনস্বার্থের সংগ্রামে জয় হবেই!

২০২২ সালে সমাজবাদী পার্টির ভোটের হার বেড়েছে Akhilesh 1st Statement after Defeat in UP Election 2022

নির্বাচনী ফলাফলের পরের পরিসংখ্যান যা বলছে তার উপর ভিত্তি করেই এসপি প্রধান অখিলেশ যাদবের টুইট। এসপি ৩২.০৩ শতাংশ ভোট পেয়েছে এবং ২০১৭ সালে ২১.৮২ শতাংশের তুলনায় এবার ১১১টি আসন জিতেছে। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান মজবুত করেছে।

অন্যদিকে, বিজেপি এবার ৪১.৩৮ শতাংশ ভোট পেয়েছে যা ২০১৭ সালে ছিল ৩৯.৬৭ শতাংশ। এর জন্য ২.১৩ শতাংশ ভোট বৃদ্ধির প্রয়োজন ছিল, কিন্তু আসন সংখ্যা ৩১২ থেকে কমেছে। ভারতীয় জনতা পার্টি এবার মাত্র ২৫৫টি আসন জিততে পেরেছে।

Akhilesh 1st Statement after Defeat in UP Election 2022

আরও পড়ুন: PM Modi Two Days Gujarat Visit দুই দিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী মোদি, রোড শো করছেন আহমেদাবাদে

Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular