Tuesday, December 3, 2024
HomeBreakingBomb Threat in Delhi : স্কুলের পর এবার হাসপাতালে বোমাতঙ্ক; এল 'হুমকি'...

Bomb Threat in Delhi : স্কুলের পর এবার হাসপাতালে বোমাতঙ্ক; এল ‘হুমকি’ ফোন!

একদিকে লোকসবা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম গোটা দেশ। অন্যদিকে, সেখানেই মঙ্গলবার নড়েচড়ে বসল প্রায় গোটা দিল্লি। আর এর নেপথ্যে রয়েছে ‘হুমকি’ ফোন! এবার হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি এল দিল্লিতে। ভোটের মধ্যে এভাবে হুমকি ফোন আসাতে স্বাভাবিকভাবেই বেড়েছে দুশ্চিন্তা।

জানা গিয়েছে, গত ১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল। জঙ্গিযোগের বিষয়টি নিয়েই অনেকের মনে সন্দেহ দানা বাঁধছিল। এবার মঙ্গলবার ফের একই ধরনের ঘটনা ঘটায় জঙ্গিযোগের বিষয়টিই যেন আরও জোরালো হচ্ছে।

সূত্রের খবর, দিল্লির দীপচাঁদ বন্ধু হাসপাতাল, দাদাদেব হাসপাতাল, হেডগেওয়ার এবং জিটিবি হাসপাতালে ফোন করে বোম মারার হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়ে গিয়েছে। কে বা কারা রয়েছে এই ফোনের পিছনে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular