হাজিরা নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন অভিষেক ব্যানার্জী। আজ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা দেওয়ার আগেই কৌশলি পদক্ষেপ অভিষেক ব্যানার্জীর তরফে। সিঙ্গল বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সোমবার দুপুরেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার ইডির মুখোমুখি হওয়ার কথা ছিল অভিষেক ব্যানার্জীর। কোনও ভাবেই যাতে তিন তারিখ ব্যহত না হয় সেই সংক্রান্ত নির্দেশ ইডিকে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু রাজনৈতিক কর্মসূচি থাকায় এদিন ইডির মুখোমুখি হওয়া সম্ভব হচ্ছে না ডায়মন্ডহারবারের সাংসদের। যদিও সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে আগেই জানিয়েছিলেন। কিন্তু তদন্তকারী সংস্থাকে এই বিষয়ে জানানো হয়নি। যা নিয়ে জল্পনা তৈরি হয়। আর সেই জল্পনার মধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন অভিষেক ব্যানার্জী। তাঁর আইনজীবী এদিন আদালতকে জানান, যে মামলায় ইডিকে পদক্ষেপের নির্দেশ আদালত দিয়েছে তাতে যুক্ত নন অভিষেক। এরপরেও বারবার নোটিশ পাঠানো হচ্ছে বলেও আদালতে অভিযোগ জানান আইনজীবী। শুধু তাই নয়, বিচারপতি সিনহার নির্দেশ অধিকার এবং স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে বলেও ডিভিশন বেঞ্চে অভিযোগ জানান অভিষেক। এমনকি তাঁর এবং পরিবারের বিরুদ্ধেও পদক্ষেপ করার কথা বলা হছে। কার্যত তদন্ত প্রক্রিয়াকে বিচারপতি নিয়ন্ত্রণ করছে বলেও এদিন আদালতে অভিযোগ জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শুধু তাই নয়, ইডির তদন্তকারী সংস্থাকে চাপ দেওয়া হচ্ছে। কার্যত ভয়ের বাতাবরণ বিচারপতি সিনহা তৈরি করতে চাইছে বলেও আইনজীবী মারফৎ হাইকোর্টে অভিযোগ জানান তিনি। একই সঙ্গে হাজিরা দিতে সময় দেওয়ার আবেদনের কথাও বলা হয়েছে। জানা গিয়েছে, ডিভিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছে। আজ মঙ্গলবারই ফের এই মামলার শুনানি হবে। দুপুর সাড়ে ১২ টার পর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। শুনানিতে আদালতে আরও কী বলেন অভিষেক ব্যানার্জীর আইনজীবী সেদিকেই নজর সবার। ইডির তরফেও কি বার্তা দেওয়া হয় এদিন আদালতে সেদিকেও নজর থাকবে সবার।