বিয়ের মরসুম চলছে, এরই মধ্যে হায়দরাবাদ থেকে এমন একটি বিয়ের ঘটনা সামনে এসেছে, যা অনেকই অবাক করেছে। কারণ, এই বিয়ে সাধারণ বিয়ে নয়, ‘সমকামী’ দম্পতির বিয়ে। অনাড়ম্বর ভাবে নয় একেবারে ধুমধাম করে বিয়ে হল তাঁদের।
পশ্চিমবঙ্গের বাসিন্দা ৩১ বছরের সুপ্রিয় চক্রবর্তী, এবং দিল্লির বাসিন্দা, ৩৪ বছরের অভয় ডাং (Gay Couple Wedding)
নব দম্পতি বিয়ের মাধ্যমে সধারণ মানুষকে একটি বিশেষ বার্তাও দিয়েছেন। জানা গেছে যে এই দম্পতির গত আট বছর ধরে সম্পর্ক ছিল।পশ্চিমবঙ্গের বাসিন্দা ৩১ বছরের সুপ্রিয় চক্রবর্তী, এবং দিল্লির বাসিন্দা, ৩৪ বছরের অভয় ডাং দশবছর ধরে একে অপরকে ভালবাসত। অবশেষে সেই ভালবাসা পূর্ণতা পেল পরিণয়ের মধ্য দিয়ে। সম্প্রতি হায়দরাবাদের একটি রিসর্টে বিয়ে করেছেন সুপ্রিয় ও অভয় । তেলেঙ্গানার তাঁরাই প্রথম সমকামী দম্পতি।
আর পাঁচটা সাধারণ বিয়ের রীতি অনুযায়ী সুপ্রিয় ও অভয় একই রীতি পালন করেছে। প্রথমে দুজনের বাগদান হয়, যেখানে একে অপরকে আংটি দেওয়া হয় এবং তারপর বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়ের পুরোহিতের ভুমিকায় ছিলেন সোফিয়া ডেভিড, যিনি LGBTQ সম্প্রদায়ের অন্তর্গত। বিয়েতে পাঞ্জাবি ও বাংলার বিয়ের আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।
সুপ্রিয় অভয়ের বার্তা, সুখী হতে কারও অনুমতির প্রয়োজন নেই( Gay Couple Wedding)
এই বিয়ের পরে, সুপ্রিয় চক্রবর্তী বলেন আমরা খুব খুশি এবং আমরা একটি বিশেষ বার্তাও দিয়েছিলাম যে সুখী হতে কারও অনুমতির প্রয়োজন নেই। এই বিয়েতে দুজনের পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন। উভয় দম্পতি কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। অভয় একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করলেও সুপ্রিয় হোটেল ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত। এই অন্যরকম বিয়েতে দম্পতীকে আশীর্বাদ করে অতিথিরা জানান, ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। সমাজ বদলে যাচ্ছে এবং মানুষও এই সম্পর্ককে মেনে নিচ্ছে। হায়দরাবাদ জুড়ে এই বিয়েই এখন অন্যতম আলোচনার বিষয়।