Sunday, October 6, 2024
HomeদেশIndia News Manch India News Manch Gajendra Singh Shekhawat On Punjab Election...

India News Manch India News Manch Gajendra Singh Shekhawat On Punjab Election হাজার কোটি বছর ধরে বহমান গঙ্গাকে উন্নত করার প্রচেষ্ঠা চলছে : শেখাওয়াত

ইন্ডিয়া নিউজ, নতুন দিল্লী

India News Manch Gajendra Singh Shekhawat On Punjab Election

দেশের গুরুত্বপূর্ণ  সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লির ইম্পেরিয়াল হোটেলে ইন্ডিয়া নিউজ মঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশিষ্টজনেরা। বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা তাঁদের মতামত খোলাখুলি ভাবে জানাচ্ছেন। এদিন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন যে দেশের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার আমাদের লক্ষ্য খুব তাড়াতাড়ি পূরণ হবে। হাজার কোটি বছর ধরে পবিত্র গঙ্গার অবিরত ধারাকে বহমান রাখার সবরকম প্রচেষ্টা চলছে। তিনি বলেন ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে পদাধিকারীরা প্রতিনিয়ত জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন।

পাঞ্জাবে বিজেপির কোন ক্ষতি হবে না (India News Manch gajendra singh shekhawat on punjab election)

 আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে শেখওয়াত বলেন পাঞ্জাবে বিজেপির কোনো ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী কৃষকদের দাবি পূরণ করেছেন। আপনি যদি স্বামীনাথ কমিশনের রিপোর্ট দেখেন তবে এটি কেবল এমএসপি নয়। অন্যদিকে, প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কাজ করছেন এবং কৃষকদের আয় আগের চেয়ে অনেক বেড়েছে।দেশের যারা রুটি যোগান দেন তাঁরা  প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। বিজেপি পাঞ্জাবে নির্বাচনী লড়াই করবে ক্যাপ্টেন অমরিন্দর সিং কে সঙ্গে নিয়ে। যেটা ইতিমধ্যেই ঘোষণা করেছেন আমাদের দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আপকে গুরুত্ব দেওয়ার দরকার নেই India News Manch gajendra singh shekhawat on punjab election)

অন্যদিকে পাঞ্জালে আপ-এর নির্বাচনে লড়ার ঘোষণা সম্পর্কে তিনি বলেন, এ নিয়ে মন্তব্য করার দরকার নেই। সাধারণ মানুষ সব বুঝে গেছেন। ওদের দিক থেকেও লোকজন এখানে আসছে। অন্যদিকে রাজস্থান সম্পর্কে তিনি বলেন আমাদের বলতে হয়েছিল যে আমরা সম্প্রতি একটি প্ল্যাটফর্ম থেকে একত্রিত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছি। বিজেপিতে কোনো বিভেদ নেই। বিজেপির কাছে ব্যক্তি গুরুত্বপূর্ণ নয়, দল গুরুত্বপূর্ণ। রাজস্থানে আমরা একসঙ্গে সরকার গঠন করব।
SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular