উত্তরপ্রদেশে বরেলি এবং বদায়ুঁ জেলার সীমাতে ভয়াবহ দুর্ঘটনা! অনলাইনে ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে সোজা নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ল গাড়ি৷ প্রাণ হারালেন ৩ জন৷
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, রামগঙ্গা নদীর ওপর ফরিদপুর-বদায়ুঁর দাতাগঞ্জকে যে সেতু যুক্ত করছে, সেই সেতুর কাজ অসম্পূর্ণ রয়েছে৷ এদিকে, শনিবার সেই সেতুতেই এই দুর্ঘটনা ঘটে৷ রবিবার গ্রামবাসীরা রামগঙ্গা নদীতে একটি গাড়িকে পড়ে থাকতে দেখে, তখনই বিষয়টা প্রকাশ্যে আসে৷
গাড়িতে সওয়ার তিন ব্যক্তির এই দুর্ঘটনাতে মৃত্যু হয়৷ গ্রামবাসীরা পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে পুলিশ আসে এবং দেহ উদ্ধার করে তদন্তে নামে৷
আরও পড়ুন: Hit-and-Run: মর্মান্তিক! যুবককে ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেল BMW
পুলিশ সূত্রে খবর, অনলাইনে ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন ওই তিন ব্যক্তি৷ প্রায় ২৫ ফুট ওপর থেকে নিচে নদীতে পড়ে যান তাঁরা৷ যেখানে গাড়িটি পড়ে সেখানে নদিতে জলস্তর কম ছিল৷ তবে শেষরক্ষা হয়নি৷ তিনজনই প্রাণ হারান৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মৈনপুরীর বাসিন্দা কৌশল কুমার, ফররুখাবাদের বাসিন্দা বিবেক কুমার এবং অমিত কুমার৷ এই তিনজনই সিকিওরিটি গার্ডের কাজ করতেন৷ তাঁরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন৷ শর্টকাট রাস্তা ধরে তাঁরা ভায়া বরেলি হয়ে গাজিয়াবাদের দিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন৷ তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে৷