20 Years Ago Dead Person Filed Nomination
ইন্ডিয়া নিউজ বাংলা
বৈভব শুক্লা, লখনউ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন 2022 শুরু হতে আর কয়েকদিন বাকি। এদিকে বারাণসী থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। এখানে সরকারি নথিতে একজন মৃত ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল করেছে। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেছে। সন্তোষ কুমার নামে এক ব্যক্তি কানপুরের মহারাজপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কিন্তু কমিশন তার মনোনয়ন বাতিল করেছে। আসলে, 20 বছর আগে সরকারি নথিতে সন্তোষ মৃত বলে দেখানো আছে। এই কারণেই কমিশন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়নি।
টিকিট দিয়েছে জনসংঘ পার্টি 20 Years Ago Dead Person Filed Nomination
সন্তোষ কুমারকে কানপুরের মহারাজপুর বিধানসভা আসন থেকে লড়তে জনসংঘ পার্টির টিকিট দেওয়া হয়েছে। সেই মতো সন্তোষ মনোনয়ন পত্র জমা দিতে আসেন। কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। সন্তোষের অভিযোগ, চাপের কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সন্তোষ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে বলেছেন তিনি যেখানে মারা গেছেন ,সেখানে গিয়ে মনোনয়ন জমা দিতে।
সরকারি রেকর্ডে মৃত্যু ২০ বছর আগে 20 Years Ago Dead Person Filed Nomination
সরকারি নথি অনুযায়ী, সন্তোষ কুমার 20 বছর আগে মারা গেছেন, কিন্তু বাস্তবে তিনি বেঁচে আছেন। সন্তোষ কুমারের অভিযোগ, তাঁকে মৃত ঘোষণা করার পর তাঁর কাছ থেকে বেনারসের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নিজেকে জীবিত প্রমাণ করার জন্য বহু বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। দিল্লির যন্তর-মন্তরে একাধিকবার অবস্থানও করেছিলেন তিনি। সন্তোষ কুমার বলেন নিজেকে জীবিত প্রমাণ করতে তিহার জেলেও গিয়েছি কিন্তু এখনও নিজেকে জীবিত প্রমাণ করতে পারিনি।
20 Years Ago Dead Person Filed Nomination
আর ও পড়ুন : INDIA NEWS-JAN KI BAAT OPINION POLL UP : বিভক্ত জাঠ ভোট , উত্তরপ্রদেশে সরকার বিজেপির নেতৃত্বে: সমীক্ষা