ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। নির্বাচনী আবহের মধ্যেই তারা নিকেশ করল ২ জঙ্গিকে। কুপওয়াড়ার (Jammu and Kashmir) নিয়ন্ত্রণ রেখা এলাকায় একটি বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বারামুল্লা লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার মধ্যেই এই সাফল্য এল সেনার ঝুলিতে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলিশের একটি দল, যৌথ অনুসন্ধান অভিযান শুরু করে। সেই অভিযান চলাকালীনই জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দেয় তারা।
প্রসঙ্গত, মঙ্গলবারই জম্মু কাশ্মীরের সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। জানা যায় ধৃতের নাম জহির খান। সে করাচির বাসিন্দা।
উল্লেখ্য, আগামী ২০মে ভোট রয়েছে কূপওয়াড়াতে, যা বারামুল্লা লোকসভা কেন্দ্রের অধীনস্থ। সন্ত্রাস, অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে কড়া নজরদারি যেমন রয়েছে, তেমন চলছে তল্লাশি অভিযানও। আমরোহি, তাংধার, প্রভৃতি এলাকাগুলি নজরে রয়েছে। এই তল্লাশি অভিযানের সময়ই ২টি পিস্তলসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে।