Sunday, September 8, 2024
Homeওয়েস্ট বেঙ্গল2 Farmers' Suicide Within 2 Days in West Bengal রাজ্যে...

2 Farmers’ Suicide Within 2 Days in West Bengal রাজ্যে পরপর দু’দিনে দুই চাষীর আত্মহত্যা

পর পর দু’দিনে দুই চাষীর আত্মহত্যা বাংলায়

সঞ্জিত সেন, ইণ্ডিয়া নিউজ বাংলা,পূর্ব বর্ধমানঃ   পরপর দু’দিনে দুই চাষীর আত্মহত্যা বাংলায়। এবার রায়নায় আত্মঘাতী হলেন আলুচাষী।  রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমানে পর পর দু’দিনে দুই চাষীর আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়েছে জেলাজুড়ে। আত্মঘাতী চাষীর নাম গণেশ নারায়ণ ঘোষ(৬৩)।বাড়ি রায়নার বনতীর গ্রামে। শুক্রবার  সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেন নি গনেশবাবু। শনিবার সকালে এলাকার লোকজন ক্ষেতের পাশে আমগাছে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। মৃতের আত্মীয়রা জানান  গনেশবাবুর তিন বিঘে জমি আছে। যার মধ্যে দুই বিঘে জমিতে তিনি ধান চাষ করেছিলেন,  বাকি এক বিঘে জমিতে করেছিলেন আলু চাষ।

জাওয়াদ ঝড়ের বিপর্যয়ে সব শেষ হয়ে গেছে। পাকা ধানে ক্ষতির পাশাপাশি আলুর বীজ জমিতে পচে নষ্ট হয়ে গেছে।

গনেশবাবুর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে রায়না থানার বনতির গ্রামে থাকতেন তিনি। চাষের জন্য বেশ কিছু টাকা দেনা হয়ে গিয়েছিল বলে আত্মীয় ও প্রতিবেশীরা জানান। নিম্নচাপের বৃষ্টিতে ধান ও আলুর প্রায় সবটাই শেষ হয়ে গেছে। এলাকার সর্বত্রই এক অবস্থা বলে জানান স্থানীয়রা।  এলাকার সকলেই দুশ্চিন্তার মধ্যে আছেন।তার উপর গনেশ বাবুর এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  রায়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়।

Published By: Samyajit Ghosh

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular