ইন্ডিয়া নিউজ বাংলা, লখনউ
একের পর এক নির্বাচনী চমক দিয়ে চলেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। মঙ্গলবার তিনি ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে ৩০০ ইউনিট বিদ্য়ুতের বিল দিতে হবে না। এই জন্য এখন থেকে তাঁর দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এক ফর্ম ও পূরণের ও উদ্যোগ নিচ্ছে। এবার এর সঙ্গে যুক্ত করা হল আর্থিক ভাবে দুর্বল পরিবারকে ১৮ হাজার টাকা আর্থিক প্রকল্পের ঘোষণা। বুধবার সাংবাদিক সম্মেলন করে অখিলেশ যাদব ঘোষণা করেন সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে প্রতিটি দরিদ্র পরিবারকে বছরে ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগে বছরে ৬ হাজার টাকা দরিদ্র পরিবারের সাহায্য করা হত। পাশাপাশি রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন অখিলেশ। তিনি বলেন সমাজের সব অংশের মানুষের সমান অগ্রগতির জন্য মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে।
প্রতিটি দরিদ্র পরিবারকে বছরে ১৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে : (18 Thousand per Month to BPL Families )
এদিকে আজই তাঁর ছোট ভাইয়ের স্ত্রী অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিয়েছেন। দিল্লীতে জেপি নাড্ডার হাত থেকে বিজেপির পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে সাইকেল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন অপর্ণা। অপর্ণা যাদব বিজেপিতে যোগ দেওয়ায় অখিলেশ যাদব তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এর ফলে সমাজবাদী পার্টির সমাজতান্ত্রিক আদর্শের প্রসার ঘটছে। আশা করি বিজেপিতে আমাদের আদর্শের প্রসার সংবিধান ও গণতন্ত্র রক্ষার কাজ করবে। তিনি বলেন অপর্ণাকে মুলায়ম সিং যাদব ( নেতাজি ) অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন।