কখনও কি লক্ষ্য করেছেন বর্ষাকালে বাড়ির কাঠের দরজা, জানালা (Wooden Furniture) বেড়ে যায়! কেন এমনটা হয় জানেন? বর্ষাকালে লক্ষ্য করলে দেখতে পাবেন কাঠের দরজা-জানালায় পরিবর্তন চোখে পড়ে। এগুলি আয়তনে একটু বেড়ে যায়। যার ফলে তা খোলা-বন্ধ করতে অসুবিধার মুখে পড়তে হয়। আবার বর্ষাকাল চলে গেলে ধীরে ধীরে তা ঠিক হয়ে যায়।
এই অসুবিধার কারণটা লুকিয়ে রয়েছে কাঠের প্রকৃতির মধ্যেই। কাঠ হল হাইগ্রোসকপিক, অর্থাৎ এটি বাতাস থেকে আর্দ্রতা নিজের মধ্যে টানতে থাকে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকে। আর তাই এই আর্দ্রতার সংস্পর্শে এসে কাঠ আয়তনে বেড়ে যায়। যার ফলে কাঠের দরজা-জানালা-আসবাবপত্র (Wooden Furniture) নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুন : West Bengal Weather : ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, সতর্কবার্তা IMD’র
এই আর্দ্রতার কারণে কাঠের জিনিসপত্রের (Wooden Furniture) ক্ষতিও হতে পারে। তাই এই আর্দ্রতাকে রুখতে কাঠের জিনিসের ওপর কোটিং করা যেতে পারে। তাছাড়া ঘরের বা কাঠের নির্মাণকাজ যেখানে হয় সেখানের আর্দ্রতাকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে পারলে এই সমস্যা থেকে অনেকটাই সমাধান পাওয়া যেতে পারে। এমনই আরও ইন্টারেস্টিং তথ্যের জন্য সঙ্গে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা-র।