Kyushu’র পর এবার Typhoon Shanshan-এর ভয়াবহতার সাক্ষী থাকল জাপান। শনশন টাইফুনে বিধ্বস্ত পরিস্থিতি। ৩ জনের প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শনশনকে সাম্প্রতিককালের অন্যতম শক্তিশালী টাইফুন বলে মনে করা হচ্ছে।
শনশনের প্রভাব
বৃহস্পতিবার শনশনের প্রভাবে দক্ষিণ-পশ্চিম জাপানে তিনজনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে জাপানের বহু এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে। প্রতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ। Satsumasendai শহরে এই টাইফুন আছড়ে পড়ে।
আরও পড়ুন : Gujarat Rain: প্রবল বৃষ্টিতে গুজরাটে বন্যা পরিস্থিতি, বাড়ছে মৃতের সংখ্যা
ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়েদার এজেন্সির খবর অনুযায়ী, এই টাইফুন (Typhoon Shanshan) সপ্তাহান্তে মধ্য এবং পূর্ব জাপানে আছড়ে পড়তে পারে। প্রভাবিত হতে পারে রাজধানী শহর টোকিও।
পরিস্থিতির বিচার করে ৬০০-র বেশি ডোমেস্টিক ফ্লাইট পরিষেবা বাতিল করে দেওয়া হয়েছে। ট্রেন পরিষেবাও বহু জায়গায় বন্ধ রাখা হয়েছে। টাইফুন শনশনের প্রভাবে জাপানের বহু জায়গা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে আমজনতাকে।