শুভাশিস মণ্ডল, কলকাতা, ইন্ডিয়া নিউজ বাংলা: Europe’s Biggest metallurgical plant destroyed in Ukraine ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ইউরোপের বৃহত্তম ইস্পাত প্ল্যান্ট আজভস্টালে (Azovstal) হামলা চালাল রাশিয়ান বাহিনী। ইস্পাত প্ল্যান্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রবিবার জানালেন প্ল্যান্ট কর্মকর্তারা।
#Mariupol #Azovstal One of the biggest metallurgic plants in #Europe destroyed. The economic losses for #Ukraine are huge. The environment is devastated #StopRussiaNOW pic.twitter.com/4GMbkYb0es
— Lesia Vasylenko (@lesiavasylenko) March 19, 2022
ইউক্রেনের আইনপ্রণেতা লেসিয়া ভ্যাসিলেঙ্কো টুইট করে বৃহত্তম ইস্পাত প্ল্যান্ট আজভস্টালে হামলার ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওয় দেখা যাচ্ছে বিল্ডিং থেকে ধূসর এবং কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাচ্ছে। ভ্যাসিলেঙ্কো ট্যুইটে লিখেছেন, ‘ইউরোপের বৃহত্তম ধাতব কারখানা মারিউপোলের আজভস্টাল ধ্বংস হয়ে গেছে। বিশাল অর্থনৈতিক ক্ষতি হল ইউক্রেনের। পরিবেশ বিধ্বস্ত হয়েছে। এবার থামুক রাশিয়া।’
এদিকে আজভস্টালের ডিরেক্টর এনভার স্কিটিশভিলি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ক্ষতির পরিমাণ উল্লেখ না করে লিখেছেন, ‘আমরা শহরে ফিরে যাব, এন্টারপ্রাইজটি পুনর্নির্মাণ করব এবং এটিকে পুনরুজ্জীবিত করব।’
Europe’s Biggest metallurgical plant destroyed in Ukraine
————
Published by Subhasish Mandal