Daily attack on Imran Khan’s Ex-wife ইমরান খানের প্রাক্তন স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা
রাকেশ বানওয়াল, ইসলামাবাদ, ইন্ডিয়া নিউজ বাংলা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা। রেহাম খান এর গাড়িতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। দুষ্কৃতিরা গুলি চালায় রেহাম খান এর গাড়িতে। এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন রেহাম খান এবং তাঁর সন্তানরা। সূত্রের খবর, ভাগ্নের বিয়ে থেকে ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিরা। নিজের ওপর হামলার জন্য রেহাম খান অভিযোগের আঙুল তুলেছেন ইমরান সরকারের দিকে। তীব্র ভাষায় তিনি নিন্দা জানিয়েছেন এই ঘটনার। তিনি বলেন আমি বাঁচতে চাই এবং পাকিস্তানকে বাঁচাতে চাই। পাকিস্থানে যখন কিছু সশস্ত্র দুষ্কৃতি রাস্তার মাঝে আইনশৃঙ্খলা ভঙ্গ করে এবং সাধারণ মানুষের ক্ষতি করে তখন পাকিস্তানের সরকারকেই তার দায় নিতে হবে।
Attack on Imran Khan’s Ex-wife ইমরান খানকে ভন্ড বলে আখ্যা
আগেও একাধিক বিষয়ে রেহাম খান ইমরান খানকে দায়ী করেছেন। রেহামের মতে, ইমরান খান ইসলামের প্রশংসা করে ভোটে জয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। একবার পাকিস্থানে ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য ইমরান খান পাকিস্তানের মহিলাদের দায়ী করেছিলেন। সে সময় ইমরানের তীব্র সমালোচনা করেছিলেন রেহাম। তিনি ইমরান খানকে ভন্ড বলেও ব্যাখ্যা দিয়েছিলেন।