Wednesday, December 25, 2024
HomeBreakingPlane Crash: ৬০-এর বেশি যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, কতজন প্রাণ হারালেন?

Plane Crash: ৬০-এর বেশি যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান, কতজন প্রাণ হারালেন?

বড়দিনে বড়সড় দুঃসংবাদ! কাজাখস্তানের আকতাউয়ে ভেঙে পড়ল একটি যাত্রিবাহী বিমান। কাজাখস্তান সরকারের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। অনেকের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কী জানা গিয়েছে?

জানা গিয়েছে, বুধবার সকালে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনির উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কুয়াশার কারণে বিমানের যাত্রাপথের পরিবর্তন হয়। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। আবার অন্য একটি সূত্রের খবর অনুযায়ী, পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগেই নাকি নিয়ন্ত্রণ হারায় বিমানটি।

আরও পড়ুন: Donald Trump: মার্কিন পণ্যে কর বসানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের!

সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলি উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে এবং সেটি আকতাউ বিমানবন্দরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে। আর সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।

এখনও পর্যন্ত ঘটনায় কতজন প্রাণ হারিয়েছেন সেই নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। তবে যে গতিতে বিমানটি নিচে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে, তাতে অনেকেরই প্রাণ গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular