গত ২৪ ঘণ্টায় নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ১৪ জন প্রাণ হারিয়েছে। নেপালের National Disaster Risk Reduction and Management Authority (NDRRMA)-র তথ্য অনুযায়ী, ধসের কারণে ৮ জনের, বজ্রপাতের কারণে ৫ জন এবং বন্যায় ১ জনের প্রাণ গিয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর নেপালে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে বহু মানুষের প্রাণ যায়, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষার মরশুমে দেশের বেশিরভাগ পার্বত্য অঞ্চলে যা খুব সাধারণ ঘটনা।
আরও পড়ুন : Weather Update : তীব্র দাবদাহে স্বস্তি দিতে কোথায় কোথায় পড়তে পারে বৃষ্টি?
চলতি বছরে নির্দিষ্ট সময়সূচি মেনেই বর্ষা আসে নেপালে। ১৩ জুন বর্ষা ঢোকে এই দেশে। কিন্তু শুরু থেকেই ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ছে মৃত্যুর হার। এই মরশুম প্রায় তিন মাস স্থায়ী হবে বলে জানা গিয়েছে।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক কী জানিয়েছে?
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ দিনে প্রাকৃতিক বিপর্যয়ে ৩৩টি জেলা বিধ্বস্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮ জনের। একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। কোথাও জমে গিয়েছে জল। খাবার, মাথার ওপর ছাদ এই সব কিছু হারিয়ে এখন বিপাকে বহু নাগরিক। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখন সেই প্রশ্নই সকলের মনে।