ISL derby: ATK Mohun Bagan vs SC East Bengal জামশেদ পুত্র কিয়ানের হ্যাটট্রিক, নৌকোর ধাক্কায় নিভল মশাল
ইন্ডিয়া নিউজ বাংলা: অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী রইল গোয়ার স্টেডিয়াম ফতোরদা স্টেডিয়াম। সাবেক মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি জয়ের স্বাদ যেন ফিরে এলো এই ম্যাচে। অনেকদিন পর সবুজ মেরুন- এর বিরুদ্ধে লাল হলুদ মশাল জ্বালিয়ে ছিল। কিন্তু শেষদিকে পালতোলা নৌকার ঝাপটায় সেই মশাল নিভলো। আর তা ঘটালেন একসময় বহু ডার্বির জয়ের নায়ক ইরান থেকে ভারতে আসা জামশেদ নাসিরির পুত্র।
শনিবার ফতোরদার স্টেডিয়ামে ২১ বছর বয়সি ফরোয়ার্ড কিয়ান নাসিরি জীবনের প্রথম ডার্বি খেলতে নেমে যে ভাবে বিপক্ষের ডিফেন্সের বুক চিরে আধ ঘণ্টার মধ্যে পরপর তিনটি গোল করে এটিকে মোহনবাগানকে জেতালেন, তার জন্য বোধহয় কোনও বিশেষণই যথেষ্ট নয়।
সারা ম্যাচে দুরন্ত লড়াই করে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যাওয়া এসসি ইস্টবেঙ্গল, শেষ মুহূর্তে এক ২১ বছরের তরুণের কাছে মাথা নত করতে বাধ্য হল এ দিন। আইএসএলের চতুর্থ কলকাতা ডার্বিতে ডেভিড উইলিয়ামস পেনাল্টি নষ্ট করা সত্ত্বেও গোল করা অব্যহত রেখে ৩-১-এ চতুর্থ ডার্বি জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। এই জয়ের ফলে লিগ টেবলে আট থেকে চার নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। শীর্ষে থাকা হায়দরাবাদের সঙ্গে তাদের এখন মাত্র চার পয়েন্টের তফাৎ।
শনিবার ম্যাচে এস সি ইস্টবেঙ্গল যখন এক গোলে এগিয়ে ছিল তখন এটিকে মোহনবাগান কোচ , ৬১ মিনিটের মাথায় দীপক টাঙরির জায়গায় কিয়ানকে মাঠে নামান। শেষ চেষ্টা করার জন্যেই কিয়ানকে নামিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। চলতি আইএসএলে মাত্র একটি ম্যাচে কয়েক মিনিটের জন্য নামা কিয়ান কী করতে পারেন, সেই সম্পর্কে কোনও হোমওয়ার্কই বিপক্ষ শিবিরের ছিল না। এই ভেবেই হয়তো এই সিদ্ধান্ত নেন ফেরান্দো। কারণ, অচেনা শত্রু বরাবরই বিপজ্জনক।
সেই অচেনা শত্রুই শেষ পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল শিবিরের জন্য চরম দুঃস্বপ্নেন নিয়ে আসেন। মাঠে নেমে প্রথমেই যে টাচটি করেন তিনি, তাতেই আসে প্রথম গোল। ম্যাচের শেষ মিনিটে ও স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে আরও দু’টি গোলে নিজেকে চিনিয়ে দেন কিয়ান নাসিরি। ভারতীয় ফুটবলে জন্ম হল এক নতুন তারকা স্ট্রাইকারের।
আশির দশকের কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসিরির পুত্র কিয়ান বুঝিয়ে দিলেন, তাঁর রক্তেই ফুটবল। কিন্তু তাঁর বিখ্যাত বাবা যা কখনও পারেননি, শনিবার মাঠে নেমে সেই বিরল ডার্বি-হ্যাটট্রিক করে কেরিয়ারের শুরুতেই জ্বলে উঠলেন কিয়ান।
Super-sub @Kiyannassiri was unstoppable in the #KolkataDerby, as he scored a sublime hat-trick to bag the 3️⃣ points for @atkmohunbaganfc! ?#ATKMBSCEB #HeroISL #LetsFootball pic.twitter.com/gkrjq5XknQ
— Indian Super League (@IndSuperLeague) January 29, 2022
Published by Samyajit Ghosh