মোহিত সাইনি, ইন্ডিয়া নিউজ বাংলা, Thin Eyebrows Thick সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ চোখের ভ্রু। একে সঠিক ভাবে, সঠিক শেপে না রাখলে পুরো মুখের সৌন্দর্য বেমানান দেখায়। সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা, পুস্টির অভাব এবং অতিরিক্ত পরিমাণে পাতলা করে ভ্রু প্লাক করার কারণে আমাদের মধ্যে অনেকেরই ভ্রু পাতলা হতে দেখা যায়। পাতলা করে ভ্রু প্লাক করলে সাধারণত সেটা ঠিক পর্যায়ে আসতে ৬ থেকে ৮ মাস পর্যন্ত সময় লাগে। ঘরে বসে একটু যত্ন নিতে পারলেই কিন্তু অনেক দ্রুত এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন।
ভুরু ঘন করার উপায় Thin Eyebrows Thick
ভুরুর রোম পাতলা হয়ে যেতে শুরু করলে মন খারাপ হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মন খারাপ করে বসে থাকাও কোন কাজের কথা নয়। শারীরিক কারণে ভুরুর রোম উঠে গেলে সবার আগে তার চিকিৎসা করতে হবে। পাশাপাশি ভুরুর রোম যাতে নতুন করে গজায়, তার জন্য কাজে লাগাতে পারেন কিছু সহজ টোটকা।
ক্যাস্টর অয়েল
চুলের ফলিকলে পুষ্টি জোগায় ক্যাস্টর অয়েল, তাই চুল ঘন করতে ক্যাস্টর অয়েলের ব্যবহার বহুল প্রচলিত। কটন বাডে করে ক্যাস্টর অয়েল নিয়ে ভুরুতে লাগিয়ে মিনিট দুয়েক মাসাজ করুন। আধ ঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলবেন।
অলিভ অয়েল
চুলের গোড়ায় আর্দ্রতা জোগায় অলিভ অয়েল, তা ছাড়া অলিভ অয়েলের ভিটামিন ই রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলে চুলের বৃদ্ধি জোরদার করে তোলে। আধ চাচামচ অলিভ অয়েল মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড রেখে গরম করে নিন। তারপর এই গরম তেল দিয়ে ভুরুতে দু’ মিনিট মাসাজ করুন। আধঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
ঘৃতকুমারী বা অ্যালোভেরার মতো ঔষধি আর দুটি নেই! অ্যালোভেরার ময়শ্চারাইজ়ার চুলের ফলিকলে পুষ্টি জোগায়, ফলে চুলের বাড়বাড়ন্ত ভালো হয়। অ্যালো ভেরা পাতা চিরে ভিতরের জেলটা বের করে নিয়ে তা ভুরুতে মাসাজ করুন। আধঘণ্টা রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে।
মেথি
প্রোটিন, ভিটামিন বি 3 আর লেসিথিনে ভরপুর মেথি আপনার ভুরুর ঘনত্ব অনেক বাড়িয়ে দিতে পারে। এক চাচামচ মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে বেটে নিন। মেথি বাটায় এক চাচামচ নারকেল তেল মেশান। এবার এই মিশ্রণটা রাতে শোওয়ার আগে ভুরুতে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে উঠে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
পেঁয়াজের রস
এই টোটকা ব্যবহার করলে একটু গন্ধ লাগতে পারে, কিন্তু সেটা সহ্য করে নিতে পারলে দারুণ ভালো ফল পাবেন। পেঁয়াজের ফ্ল্যাভোনল আর সালফার টাক পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। একটা পেঁয়াজ বেটে নিয়ে ছিবড়ে থেকে রসটুকু আলাদা করে ফেলুন। পেঁয়াজের রস দিয়ে ভুরুতে পাঁচ মিনিট মাসাজ করুন। পেঁয়াজের রস শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দু’বার করতে হবে। কয়েক সপ্তাহ নিয়মিত করলেই ফল পাবেন।
ডিমের কুসুম
১ টা ডিমের কুসুম নিয়ে ভাল করে বিট করতে হবে।ডিমের কুসুম যখন অনেক ফেনা হয়ে যাবে তখন সেটা ভ্রুতে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।ডিম ভ্রুতে প্রোটিন যোগাবে ও নতুন ভ্রু গজাবে।
নারিকেল তেল
নারিকেল তেলে আছে ভিটামিন ‘এ’ এবং আয়রণ যা নতুন চুল গজাতে সাহায্য করে। কয়েক ফোঁটা গরম নারিকেল তেল হাতের আঙ্গুলে লাগিয়ে ভ্রুতে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করুন এবং সারারাত রেখে দিন। সকালে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।ফলাফল পেতে প্রতিদিন ব্যবহার করুন ২ মাস।
আরও পড়ুন : Vaseline Worth Give You parlor Glow ভ্যাসলিনের সাহায্যে বাড়িতে পান পার্লারের মতো গ্লো