Tuesday, September 17, 2024
HomeউৎসবMakar Snan from Tamluk to Nabadwip শীত উপেক্ষা করেই মকরের পুণ্যস্নান, তমলুক...

Makar Snan from Tamluk to Nabadwip শীত উপেক্ষা করেই মকরের পুণ্যস্নান, তমলুক থেকে নবদ্বীপে নেই পরিচিত ভিড়

সৌম্য প্রামণিক, পূর্ব মেদিনীপুর ও সুরজিৎ দাস, নদিয়া, ইন্ডিয়া নিউজ বাংলা : পৌষ সংক্রান্তিতে মকরের পুণ্যস্নানের জন্য শুক্রবার সকাল থেকেই ভিড় জমল রূপনারায়ণের ঘাটে। শীত উপেক্ষা করেই এ দিন তমলুকে স্টিমারঘাটে ও কপালমোচন ঘাটে রূপনারায়ণের নদে ডুব দিলেন কয়েক হাজার পুণ্যার্থী। মকর উপলক্ষে তমলুকের কপালমোচন ঘাটের কাছে বসেছে বারুণী মেলার আসর। মেলা না হলেও বিভিন্ন গ্রামীণ কুটির শিল্পীরা হরেকরকম মাটি, বাঁশ, বেত দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী, খাবারের স্টল সাজিয়ে বসেছেন। তমলুক শহরের উত্তরচড়া শঙ্করআড়া এলাকার শান্তি সঙ্ঘের উদ্যোগে গঙ্গা পূজার আয়োজন-সহ বারুণী মেলা এ বার ৫২তম বছরে পা দিয়েছে। করোনাবিধি থাকার কারণে শুধুমাত্র পুজো হচ্ছে, বাকি সমস্ত সাংস্কৃতি অনুষ্ঠান রয়েছে বন্ধ। ঐতিহ্যবাহী কপালমোচন ঘাট ও রূপনারায়ণ নদে মকর স্নানের জন্য আসা পুণ্যার্থী-সহ প্রতি বছর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এ বার কোভিডবিধি থাকার কারণে তুলনামূলক কিছুটা ভিড় কম দেখা যায়।

মকরের পুণ্যস্নান তমলুক থেকে নবদ্বীপে Makar Snan from Tamluk to Nabadwip

আরও পড়ুন : Gangasagar Mela 2022 মকর সংক্রান্তির সকালে সাগরে পুণ্যস্নান, উধাও কোভিডবিধি

এদিকে করোনা আবহে মকর সংক্রান্তির স্নান উপলক্ষে কার্যত ভক্তবৃন্দশূন্য থাকার  ছবি উঠে এল চৈতন্য ভূমি নদিয়ার নবদ্বীপে ভাগীরথী নদীর বিভিন্ন স্নান ঘাটে। স্বাভাবিক পরিস্থিতিতে অন্যান্য বছর বিশেষ এই দিনে চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ধামের শ্রীবাস অঙ্গন ঘাট, ফাঁসিতলাঘাট, রানিরঘাট-সহ শহরের বিভিন্ন স্নান ঘাটে হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম ঘটে। কিন্তু এই বছর মারণব্যাধি ওমিক্রণ ও করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে কার্যত ভক্তবৃন্দশূন্য থাকার ছবি উঠে এল নবদ্বীপ শহরের এক প্রান্ত দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর ঘাটগুলিতে। করোনা আতঙ্ক উপেক্ষা করে অতি অল্পসংখ্যক ভক্তবৃন্দ স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে মকর সংক্রান্তির পুণ্য লগ্নে স্নান করল ঘাটগুলিতে।

——-
Published by Subhasish Mandal

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular