শুভাশিস মণ্ডল, ইন্ডিয়া নিউজ বাংলা : দীর্ঘ অতিমারী কাটিয়ে ছন্দে ফিরছে থিয়েটার। শহরের প্রেক্ষাগৃহগুলিতে শুরু হয়েছে নাট্যচর্চা। ডিসেম্বরের শুরুতেই তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করল ‘একটি প্রযোজনা’ (Ekti Projojona) নাট্যদল। মিনার্ভা থিয়েটারে (Minerva Theatre) সান্ধ্যকালীন ভরপুর বিনোদনে মজল মহানগরীর মানুষ। বসিরহাটের ‘একটি প্রযোজনা’ নাট্যদল তাদের তৃতীয় নাট্য উৎসবের আয়োজন করল। ৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন ‘দু টাকার শিক্ষক’ বলে পরিচিত পদ্মশ্রী প্রাপক সুজিত চট্টোপাধ্যায়, রাজ্য নাট্য আকাডেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
ভিন্নস্বাদের ৮টি নাটক নিয়ে ৩ সন্ধ্যা (Drama Festival in Kolkata)
ভিন্নস্বাদের ৮টি নাটক নিয়ে ৩ সন্ধ্যায় সাজানো হয়েছিল উৎসব। প্রতিদিনই বিশিষ্টরা উপস্থিত হয়ে উৎসবের শ্রীবৃদ্ধি কামনা করেছেন। উৎসবের উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘একটি প্রযোজনা নাট্যদলটি তাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এত বড় উৎসবের আয়োজন করেছে। এর অংশ হতে পেরে সত্যিই ভালো লাগছে। শুধু উৎসব আয়োজন নয়, তারা তিনটি নাটক মঞ্চস্থ করছে এবং আরও পাঁচটি নাট্যদলের নাটক মঞ্চস্থ করার সুযোগ করে দিচ্ছে। তরুণ এই নাট্যদলের প্রত্যেকেই যুবক-যুবতী। এই প্রজন্ম যেভাবে বাংলার সংস্কৃতি চর্চায় নিজেদের নিয়োজিত রেখেছে তা আমাদের গর্বিত করে।’
আয়োজক দল ‘একটি প্রযোজনা’র নিজস্ব তিনটি প্রযোজনা ‘জোনাকি’, ‘রক্তজবা’ ও ‘এমনও ঘটে থাকে’ মঞ্চস্থ হয়। এছাড়াও ‘ব্যান্ডেল নান্দনিক’, ‘বসিরহাট কিংশুক’, ‘খড়দহ থিয়েটার জোন’, ‘ন্যাজাট সুন্দরবন নাট্য উৎসব কমিটি’ ও ‘রাজডাঙা দ্যোতক’ একটি করে নাটক মঞ্চস্থ করে। প্রথম সন্ধ্যায় ‘একটি প্রযোজনা’র সমাপ্তি ঘোষ নির্দেশিত নাটক ‘জোনাকি’ মঞ্চস্থ হয়। তারপর সমীরণ সমাদ্দার নির্দেশিত নাটক ‘হাজার মাইল অন্ধকার’ পরিবেশিত হয়। ৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সুস্মেলী দত্তের লেখা, ভাস্কর পাল ও সমাপ্তি ঘোষের নির্দেশিত নাটক ‘এমনও ঘটে থাকে’ প্রথমবার মঞ্চস্থ হয়। প্রথম অভিনয়েই এই প্রযোজনাটি দর্শকদের মনে দাগ কাটে। তারপর, বিকাশ বিশ্বাস নির্দেশিত ‘গাধাবাজার’ মঞ্চস্থ হয়। তপন দাস নির্দেশিত ‘কাম ব্যাক বিনোদিনী’ দিয়ে দ্বিতীয় সন্ধ্যার অনুষ্ঠান শেষ হয়। বুধবার, উৎসবের শেষ সন্ধ্যায় মনীশ মিত্রের ভাবনায় তাপস চট্টোপাধ্যায়ের নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’ পরিবেশিত হয়। এরপর শুভাশিস ভট্টাচার্য নির্দেশিত দ্বিখণ্ডিত ও ভাস্কর পাল নির্দেশিত ‘রক্তজবা’ নাটক দু’টি মঞ্চস্থ হয়।
মিনার্ভা থিয়েটারে নাট্যচর্চা (Drama Festival in Kolkata)
তিনদিনের এই উৎসব অসংখ্য নাট্যপ্রেমীর মন জয় করেছে। প্রতিদিনই প্রেক্ষাগৃহ ভর্তি কয়েকশো দর্শক আয়োজক দলটিকে সাহস জুগিয়েছে। ‘একটি প্রযোজনা’ নাট্যদলের কর্ণধার ভাস্কর পাল বলেন, ‘আমরা প্রতিবছরই একটি করে নাট্য উৎসবের আয়োজন করে থাকি। এবার তৃতীয় বর্ষের উৎসব আয়োজন করলাম। আমাদের দলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। আমাদের তিনটি নাটকের পাশাপাশি আরও পাঁচটি বন্ধু নাট্যদলকে আমরা জায়গা দিতে পেরেছি, এটাই ভালো লাগছে।’