সঞ্জিত সেন, পূর্ব বর্ধমান, ইন্ডিয়া নিউজ বাংলা : কলকাতা পুরভোটে অক্সিজেন পেয়ে খানিকটা ঘুরে দাঁড়াবার পরে বর্ধমানেও আজ নিজেদের অস্তিত্ব জানান দিল বামেরা। সিপিআইএমের উদ্যোগে আজ এক কেন্দ্রীয় মিছিল বর্ধমান শহর পরিক্রমা করল। সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলার ২৫তম সম্মেলনের বার্তাকে সামনে রেখেই এই মিছিলের আয়োজন। মিছিলটি কোর্ট চত্বর, কার্জন গেট, বিসি রোড, বড়বাজার হয়ে রাজবাটিতে শেষ হয়। এতে অংশ নেন কমরেড অচিন্ত্য মল্লিক, তাপস সরকার, সৈয়দ হোসেন-সহ অন্যান্য নেতাবৃন্দ।
![](http://indianewsbangla.com/wp-content/uploads/2021/12/CPIM2.jpg)
২৫তম জেলা সম্মেলনের বার্তা নিয়ে মিছিল (CPIM procession in Burdwan city)
আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর বর্ধমান শহরের টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এর আগে সংহতি দৌড়, সাইকেল মিছিল ও অনান্য কর্মসূচি পালন করেন দলীয় কর্মীরা। দলের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক জানান, ‘পূর্ব বর্ধমান জেলার ২৫তম সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হবে। বিভিন্ন গ্রাম ও শহরে এই উপলক্ষে মিছিল ও সভা করা হয়েছে।’
বাম আন্দোলনের এক সময়কার শক্ত ঘাঁটি বর্ধমানকে লাল দুর্গ বলা হত। প্রায় দেড় দশকের রক্তক্ষরণে সে কৌলীন্য হারালেও আবার ঘর গোছাতে চাইছেন সিপিআইএম নেতৃত্ব।
———–
Published by Subhasish Mandal