ইন্ডিয়া নিউজ বাংলা
অনীশা পোদ্দার, আলিপুরদুয়ার : লোসার উৎসব বক্সা পাহাড়ের তথা ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার প্রাচীন উৎসব।লোসার তিব্বতি ও বুদ্ধিস্টদের নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব । বুদ্ধ ও তিব্বতি সম্প্রদায়ের নববর্ষকে স্বাগত জানাতে উৎসব কেই লোসার বলে । ইস্টার্ন ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে ডুকপাদের এই উৎসব এত বড় ভূমিকা নিয়েছে পর্যটকদের কাছে ।
লোসার তিব্বতি ও বুদ্ধিস্টদের নববর্ষের উৎসব ( BUDDHIST NEW YEAR LOSAR)
বক্সা পাহাড়ের দুর্গম এলাকায় রয়েছে তেরোটি গ্রামে ডুকপা জাতির বসবাস । ডুকপা জাতি মূলত ভুটানের হলেও বক্সা পাহাড়ে বসবাস করা এরা সকলেই ভারতীয় । এরা যোংখা ভাষায় কথা বলে এবং বৌদ্ধ ধর্মালম্বী ।
এই উৎসব ৩-৪ দিন ধরে চলে । এর উপলক্ষে উঠে আসে ডুকপা সম্প্রদায়ের ভাষা নাচ-গান পূজা পোশাক খাদ্য ও সংস্কৃতি । পুরুষেরা এদিন তাদের ট্রেডিশনাল পোশাক বোখখু ও মহিলারা কিরা ও গুচ্ছুম পরিধান করে নাচে-গানে অংশগ্রহণ করেন । সাথে ধুপ – ধুনো ঘি, মাখন দিয়ে প্রদীপ জ্বালিয়ে লামারা নিজ কুল দেবতাদের পূজা করে । তাদের বিশ্বাস এই পূজার ফলে পাহাড়ে থাকা সকলকে রোগব্যাধি বাধা-বিপত্তির থেকে ভগবান তাদের রক্ষা করবেন ।
লোসার উৎসবের বিশেষ আকর্ষণ তীরন্দাজি ও ডুগো (BUDDHIST NEW YEAR LOSAR)
এই লোসার উৎসবের বিশেষ আকর্ষণ তীরন্দাজি ও ডুগো/দুগ খেলার প্রতিযোগিতার আয়োজন করে পুরুষেরা । মহিলারা ব্যস্ত থাকেন রান্না খাবার বানাতে । এই উৎসবের দিন গুলিতে সকলে মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করেন । অন্য দিনগুলোর মতো আলাদাভাবে আর বাড়িতে উনুন জ্বলে না এই লোসার উৎসবের দিন গুলিতে । পানীয় হিসেবে থাকে মাখনের তৈরি ঠান্ডা চা, জার ও নিঙ্গার । তাদের গুম্ফায় সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে মহিলারা মেতে ওঠে তাদের সংস্কৃতি ও ট্রেডিশনাল নাচ গানে ।
ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই তাদের নিজস্ব কলাকৌশল দেখাতে এগিয়ে আসে । এই সুন্দর উৎসব বক্সা পাহাড়ের পর্যটনের এক নতুন দিশা ও পথ দেখিয়েছে । প্রকৃতির কোলে এই উৎসব দেখতে বহু পর্যটকদের ভিড় হয় বক্সা পাহাড়ে ।