Vicky Kaushal and Sara Ali Khan new moive look অবশেষে প্রকাশ্যে সারা-ভিকির নতুন ছবির লুক
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : অবশেষে আনুষ্ঠানিকভাবে ভিকি কৌশল এবং সারা আলি খান ঘোষণা করে দিলেন এবার বি-টাউনের নতুন জুটি তাঁরা। তবে বাস্তবে নয়়, কেবল পর্দায়।
নামে কী এসে যায়,সবে তো ব়্যাপ-আপ হল : ভিকি কৌশল
এতদিন নতুন ছবির জন্য ইন্দোরে শ্যুটিং করছিলেন এই দুই তারকা। বৃহস্পতিবার ছবির শ্যুটিং শেষের কথা জানান সারা-ভিকি। শ্যুটিং- এর একটি ছবি শেয়ার করে অভিনেতা ভিকি কৌশল শেক্সপিয়ারের একটি উক্তি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘নামে কী এসে যায়! সবে তো ব়্যাপ-আপ হল’। এরপরই ভিকির পোস্টের কমেন্ট বক্সে মজাদার মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘এর মধ্যেই বউকে ভুলে গেলে’। কেউ লিখেছেন, ‘এটা তো ক্যাটরিনাকে ধোঁকা দেওয়া হল’।
আমি গর্বিত তোমার নায়িকা হতে পেরে : সারা আলি খান
অন্যদিকে পর্দায় সৌম্যা হয়ে উঠতে পেরে পরিচালকের প্রতি কৃতজ্ঞ সারা আলি খান। ভিকিকে উদ্দেশ্য করে সারা লিখেছেন, ‘তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন ধামেকেদার। পঞ্জাবি গানে নাচ, বনফায়ার, সকালবেলা ড্রাইভে বার হওয়া, আর চায়ের পর চা… ধন্যবাদ এই সফরটা এতো সুন্দর করে তোলবার জন্য। আমার দেখা অন্যতম সেরা, প্রতিভাবান এবং বিনয়ী অভিনেতা। আমি গর্বিত তোমার নায়িকা হতে পেরে’। ছবিটি পরিচালনা করছেন লক্ষ্মণ উতেকর। এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ বিজন।
আরও পড়ুন : বিয়ের পর পাশ্চাত্য পোশাকে ধরা দিলেন মৌনি রায়