Thursday, January 2, 2025
HomeBreakingTina Ahuja: পিরিয়ডসের ব্যথাকে 'মানসিক' বলে চূড়ান্ত সমালোচিত গোবিন্দা কন্যা টিনা!

Tina Ahuja: পিরিয়ডসের ব্যথাকে ‘মানসিক’ বলে চূড়ান্ত সমালোচিত গোবিন্দা কন্যা টিনা!

চূড়ান্ত সমালোচনার মুখে বলিউড অভিনেতা গোবিন্দার মেয়ে টিনা আহুজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে টিনা (Tina Ahuja) এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা৷

কেন বিতর্ক?

ওই সাক্ষাৎকারে টিনা (Tina Ahuja) নাকি বলেছেন, ‘শুধুমাত্র মুম্বই, দিল্লির মতো বড় বড় শহরের মেয়েদেরই পিরিয়ডসের ব্যথা হয়ে থাকে। এটা আসলে মানসিক সমস্যা।’ ব্য়স, এরপর থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেতার মেয়ে!

আরও পড়ুন: Aishwarya-Abhishek: মেয়ের কারণেই কি ফের একসঙ্গে অ্যাশ-অভি?

টিনা (Tina Ahuja) জানান যে, ‘জীবনের বেশিরভাগ সময়টা আমি চণ্ডিগড়ে কাটিয়েছি এবং আমি এই ঋতুকালীন যন্ত্রণার কথা শুনেছি শুধুমাত্র মুম্বই ও দিল্লির মেয়েদের কাছে।’

এখানেই শেষ নয়, টিনার দাবি, ‘কখনও কখনও তো যাদের ব্যথা হয় না, তারাও বাকিদের থেকে শুনে মানসিকভাবে ব্যথা অনুভব করতে শুরু করে দেয়!’

টিনার টিপস্

টিনার (Tina Ahuja) তাঁর মতামত যেমন জানিয়েছেন, তেমনই শরীর ঠিক রাখার টিপস্-ও দিয়েছেন৷ জানিয়েছেন, ‘ঘি খেতে হবে, সঠিক ডায়েট মেনে চলতে হবে, এবং সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, তাহলেই সব স্বাভাবিক হয়ে যাবে।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular