বহু প্রতীক্ষিত ‘The Delhi Files’ কবে মুক্তি পাবে সেই খবরই দিলেন চিত্রনির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানান, ২০২৫-এ স্বাধীনতা দিবসের দিন এই ছবি মুক্তি পেতে চলেছে।
এর আগে ‘The Kashmir Files’ এবং ‘The Vaccine War’-এর মতো ছবি করে চর্চায় এসেছিলেন বিবেক। আর এবার তিনি ভিন্ন স্বাদের আরও একটি ছবি উপহার দিতে চলেছেন দর্শকদের। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ২০২৫-এর ১৫ অগাস্ট এই ছবির ‘The Bengal Chapter’ মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: Kangana Ranaut: ‘দেশের কোনও বাবা হয় না’, গান্ধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট কঙ্গনার!
বিবেক জানান, ছবিটিকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে, যার একটি ভাগ হল ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার।’ গত৩ অক্টোবর ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী পোস্ট করেছেন বিবেক…
View this post on Instagram
কে কে রয়েছেন ‘The Delhi Files’ ছবিতে?
‘The Delhi Files’ ছবিতে রয়েছেন বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী, যিনি ছবির সহ-প্রযোজকও। এছাড়া অন্যান্যরা হলেন, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, গোবিন্দ নামদেব, পালোমি ঘোষ প্রমুখরা।