Tuesday, January 14, 2025
HomeBreakingBhooth Bangla: 'হেরা ফেরি'র পর ফের একসঙ্গে এই ছবিতে দেখা দেবেন টাবু-অক্কি

Bhooth Bangla: ‘হেরা ফেরি’র পর ফের একসঙ্গে এই ছবিতে দেখা দেবেন টাবু-অক্কি

‘হেরা ফেরি’র পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন টাবু এবং অক্ষয় কুমার৷ ছবির নাম ভূত বাংলা (Bhooth Bangla)৷ পরিচালক প্রিয়দর্শন৷

ছবির বিষয়বস্তু

এই ভূত বাংলা (Bhooth Bangla) ছবিটি আসলে একটি হরর-কমেডি৷ এই ছবিতে যে কাজ করছেন অভিনেত্রী তা তিনি শনিবারই স্পষ্ট করে দেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে৷

 

 

View this post on Instagram

 

A post shared by Tabu (@tabutiful)

আরও পড়ুন: Kaho Naa… Pyaar Hai: ফের মুক্তি পেতে চলেছে হৃতিক-আমিশার ‘কহো না… প্যায়ার হ্যায়’

প্রিয়দর্শন পরিচালিত এই ভূত বাংলা (Bhooth Bangla) ছবিটি প্রযোজনা করছেন শোভা কাপুর এবং একতা কাপুর এবং অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস৷ সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ফারা শেখ এবং বেদান্ত বালি-ও৷ ছবির গল্প আকাশ এ কৌশিকের এবং চিত্রনাট্যকার রোহন শঙ্কর, আবিলাশ নায়ার এবং প্রিয়দর্শন৷ ডায়লগ রোহন শঙ্করের৷

জানা গিয়েছে, ওয়ামিকা গাব্বিকেও দেখা যাবে এই ছবিতে৷ ব্ল্যাক ম্যাজিককে ভিত্তি করেই এগিয়েছে ছবির (Bhooth Bangla) গল্প৷ ২০২৬-এর ২ এপ্রিল ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে৷

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular