Sushant Singh Rajput Brithday Anniversary অচিরেই শেষ একরাশ স্বপ্ন, ভালো থাকো সুশান্ত
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : ২০২০ সালের ১৪ জুন। করোনা থেকে বাঁচতে দেশ জুুুুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে টেলিভিশন চ্যানেল গুলিতে ব্রেকিং নিউজ, গলায় দড়ি লাগানো অবস্থায় মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ।সুশান্তের মৃত্যু শুধু বলি ইন্ডাস্ট্রিকে নয়, সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল।
‘পবিত্র রিস্তা’য় অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় প্রবেশ
একতা কাপুরের ‘পবিত্র রিস্তা’য় অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় প্রবেশ। ‘পবিত্র রিস্তা’য় অভিনয়ের মধ্যে দিয়ে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সুশান্ত। কোনও গডফাদার ছাড়াই, চোখে একরাশ স্বপ্ন নিয়ে, টিভি থেকে বড় পর্দা কাঁপিয়েছিলেন বিহারের ছেলে।
শখ ছিল নিজেকে নিয়ে সিনেমা করার
২০১৩ সালে যখন ‘পবিত্র রিস্তা’ ছেড়েছিলেন সিনেমায় কাজ করার নেশায়, তখন অনেকেই তাঁকে ভয় দেখিয়েছিল। তবে তাঁর জেদের কাছে হার মানতে হয়েছিল সকলকে। একবার এক সাক্ষাৎকারে সুুুশান্তকে প্রশ্ন রাখা হয়েছিল, যদি সিনেমায় কাজ না পেতেন তাহলে কী করতেন ? উত্তরে সুশান্ত বলেছিলেন, ‘ ফিল্ম সিটিতে ক্যান্টিন খুলব। সেখান থেকে রোজগার করে ক্যামেরা কিনব। আর সেই ক্যান্টিন নিয়ে শর্ট ফিল্ম বানাব, তাতে আমি নিজেই অভিনয় করব’। ফিল্ম ইন্ডাস্ট্রিকে পাগলের মত ভালোবাসতেন পদার্থ বিজ্ঞানের এই মেধাবী ছাত্রটি।
‘ছিছোড়ে’ শেষ ছবি
‘পবিত্র রিস্তা’ দিয়ে অভিনয় শুরু করেন। এরপর সিনেমায় পা রাখেন ‘কাই পো চে’ দিয়ে। ‘এমএস ধোনি’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘কেদারনাথ’, এবং সব শেষে ‘ছিছোড়ে’-র মতো ছবি দিয়ে তিনি আজও রয়ে গিয়েছেন দর্শক মনে।
দূর আকাশের তারা সুশান্ত সিং রাজপুত
আকাশ দেখতে খুব ভালোবাসতেন সুশান্ত। রাতের পর রাত জেগে কাটিয়ে দিতেন খোলা আকাশের দিকে তাকিয়ে। প্রিয় ছিল দূর আকাশের নক্ষত্র। টেলিস্কোপে দু’চোখ রেখে রাতের আকাশে তারার আনাগোনা দেখা ছিল নেশা। তারপর কখন যেন ওই দূর আকাশের তারা হয়ে গেলেন সুশান্ত সিং রাজপুত।