মহিলা ভাতা পাচ্ছেন সানি লিওনি। মাসে মাসে তাঁর (Sunny Leone) অ্যাকাউন্টে ঢুকছে ১০০০ টাকা! খবরের শিরোনামে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের পাশে জায়গা করে নিয়েছে এই খবরটিও। কারণ একে তো এটি একটি সরকারি প্রকল্প, অন্যদিকে এর সঙ্গে জড়িয়েছে বলি-সেলেব সানি লিওনির নাম। তাই তোলপাড় সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া। কিন্তু ঠিক কী ঘটেছে?
কী জানা গিয়েছে?
জানা গিয়েছে, ছত্তিশগঢ়ে বিবাহিতা মহিলাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে সেই রাজ্যের বিজেপি শাসিত সরকার। এই প্রকল্পের নাম ‘মাহতারি বন্দন যোজনা’।
সূত্রের দাবি, এই সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করতে এক ব্যক্তি একটি ভুয়ো অ্য়াকাউন্ট খুলেছিলেন! আর সেটি খোলা হয়েছিল সানি লিওনির (Sunny Leone) নামে, যার সঙ্গে সানির কোনও সম্পর্কই নেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। ঘটনার তদন্ত নামে পুলিশ।
আরও পড়ুন: Aishwarya-Abhishek: মেয়ের কারণেই কি ফের একসঙ্গে অ্যাশ-অভি?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর নাম বীরেন্দ্র জোশি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।