ইন্ডিয়া নিউজ বাংলা
৭৩ বছর বয়সে পথচলা থেমে গেল বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রবিবার দুপুরে জীবনাবসান হয়। শাঁওলি মিত্র ম়ত্যুর পরও তাঁর বাবার দেখানো পথকেই বেছে নিলেন। বাবা কিংবদন্তী নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র ইচ্ছাপত্র করে গিয়েছিলেন তাঁর ম়ত্যুর খবর যেন প্রকাশ্যে না আনা। সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েছিলেন শাঁওলি মিত্র। আজ বাবার মতই নিজেই সেই একই ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শেষ ইচ্ছাপত্রে তাঁর মানস-পুত্র এবং কন্যা সায়ক চক্রবর্তী এবং অর্পিতা ঘোষের উপরেই তাঁর দাহকার্যের ভার দিয়ে গিয়েছিলেন। সাদামাঠা ভাবে, সবার অগোচরে চলে যেতে চান তিনি। সেই ইচ্ছেকে মর্যাদা দিয়েই শেষকৃত্যের পর খবর প্রকাশ্যে আনা হয়।