Tuesday, December 17, 2024
HomeBreakingShakti Kapoor: শুধু সুনীল, মুস্তাকরা নন, অপহরণকারীদের নিশানায় ছিলেন শক্তি কাপুরও!

Shakti Kapoor: শুধু সুনীল, মুস্তাকরা নন, অপহরণকারীদের নিশানায় ছিলেন শক্তি কাপুরও!

চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল উত্তরপ্রদেশ পুলিশ! কমেডিয়ান সুনীল পাল, বলিউডের জনপ্রিয় অভিনেতা মুস্তাক খানরাই শুধু নন, অপহরণকারীদের তালিকায় নাকি ছিলেন শক্তি কাপুরও (Shakti Kapoor)। আর এই খবর প্রকাশ্যে আসতেই অভিনেতাদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নটি ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

কী জানা গিয়েছে?

পুলিশ সূত্রে খবর, ৫ লক্ষ টাকা পারিশ্রমিকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল শক্তি কাপুরকে (Shakti Kapoor)। কিন্তু টাকা সংক্রান্ত মতামৈক্যের কারণে নাকি শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে যাননি অভিনেতা। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে যে, এই গ্যাংটির নিশানায় আরও কেউ রয়েছেন কিনা।

আরও পড়ুন: Mushtaq Khan: ‘স্ত্রী ২’ খ্যাত অভিনেতা মুস্তাককে অপহরণের অভিযোগ! টানা ১২ ঘন্টা নির্যাতন!

উল্লেখ্য, এই অপহরণকারীদের দলটির চার সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারা অভিনেতা মুস্তাক খানকে অপহরণে জড়িত ছিল বলে অভিযোগ। বিজনোরের এসপি অভিষেক ঝা বলেন, মুস্তাক খানের মতোই অভিনেতা শক্তি কাপুরকে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অপহরণকারীদের ছক বানচাল হয়ে যায়।

প্রসঙ্গত, মুস্তাক খানকে অপহরণের ঘটনা প্রসঙ্গে তাঁর ব্যবসায়ী অংশীদার শিবম যাদব জানিয়েছিলেন যে, গত ২০ নভেম্বর মীরাটের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুস্তাক খানকে। টাকাপয়সাও অগ্রিম পাঠানো হয়েছিল অভিনেতার অ্যাকাউন্টে। পাঠানো হয়েছিল ফ্লাইটের টিকিটও। অভিনেতা দিল্লি পৌঁছলে তাঁকে একটি গাড়িতে বসতে বলা হয়। আর তারপরই তাঁকে নিয়ে দিল্লির বাইরে বিজনোরের কাছে গাড়ির চালক নিয়ে যান বলে জানা যায়। অপহরণকারীরা মুস্তাক খানের ওপর প্রায় ১২ ঘণ্টা ধরে অত্যাচার চালায় বলেও অভিযোগ ওঠে। এক কোটি টাকা মুক্তিপণের দাবিও নাকি করে তারা। তবে কোনও রকমে সুযোগ পেতেই ওই এলাকা থেকে মুস্তাক পালিয়ে যান।

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular