Thursday, January 16, 2025
HomeBreakingSaif Ali Khan: সার্জারির পর এখন ICU-তে সইফ আলি খান

Saif Ali Khan: সার্জারির পর এখন ICU-তে সইফ আলি খান

বুধবার রাত ২টো নাগাদ সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনার কপূর খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকে বলে অভিযোগ। সেই ব্যক্তির হামলাতেই গুরুতর আহত হন অভিনেতা। শরীরের মোট ছ’জায়গায় গুরুতর আঘাত লাগে তাঁর। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে।

কী জানা গিয়েছে?

মুম্বই পুলিশ সূত্রে খবর, হামলাকারীকে সিসিটিভি ফুটেজে তাকে সইফের আবাসনের সিঁড়িতে দেখা গিয়েছে। চুরির উদ্দেশ্যেই সে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে অনুমান। এও জানা গিয়েছে যে সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়ি থেকে বেরোনোর জন্য আপৎকালীন দরজা ব্যবহার করেছিল ওই দুষ্কৃতী। তবে এখনও পর্যন্ত সে অধরা।

আরও পড়ুন: Emergency Movie: বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’

কী জানিয়েছেন সইফের চিকিৎসক?

লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, ‘শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সইফের। শিরদাঁড়ায় গেঁথে ছিল ছুরি। অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বের করা হয়েছে। ঘাড় ও হাতের চোটও বেশ গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে। আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে অভিনেতাকে। এখন তিনি বিপন্মুক্ত।’

এই হামলার (Saif Ali Khan) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বিখ্যাত অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা খুবই উদ্বেগের। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি, বিশ্বাস করি যে আইন, আইনের পথে হাঁটবে এবং যারা দোষী তারাও ধরা পড়বে…।’

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular