ইন্ডিয়া নিউজ বাংলা
RRR Box Office Collection
কলকাতা; শুক্রবার মুক্তি পেয়েছে এস এস রাজামৌলী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘আর আর আর’ (RRR)। রাজা এসএসমৌলীর ছবি মানেই ‘সুপারহিট’। দক্ষিণী ছবির দাপট বক্স অফিসে ঠিক কতটা পড়ে তার নজির মিলেছে বহুবার। কখনও সামনে উঠে এসেছে বাহুবলি, কখনও আবার পুষ্পা রাজ।
একের পর এক বড় ছবির মুক্তিতে করোনা পরিস্থিতি কাটিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে সক্ষম সিনে দুনিয়া। গত কয়েক সপ্তাহে বক্সঅফিসে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর একচেটিয়া দৌরাত্ম্য-কেও টেক্কা দিয়েছে RRR। মার্চ মাসের ২৫ তারিখ রিলিজ করেছে ‘রৌদ্রম রানাম রুধিরাম’, আর মুক্তির চার দিনের মাথাতেই ৫০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। RRR Box Office Collection
ছবিটির আয় প্রথম দিনেই অনেক রেকর্ড ভেঙেছে এবং এমনকি ওপেনিং ডে কালেকশনের দিক থেকে বাহুবলিকেও ছাড়িয়ে গেছে। তবে চতুর্থ দিনে অর্থাৎ সোমবার বাহুবলীর প্রথম সোমবারের তুলনায় ছবিটির আয় অনেক কম।বাহুবলী তার মুক্তির প্রথম সোমবার হিন্দি বেল্টে ৪০.২৫ কোটি রুপি উপার্জন করেছিল, আরআরআর মাত্র ১৭ কোটি রুপি আয় করতে পেরেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের টুইট অনুসারে, RRR হিন্দি বেল্টে শুক্রবার ১৯ কোটি, শনিবার ২৪, রবিবার ৩১.৫০ এবং সোমবার ১৭ কোটি আয় করেছে। এভাবে ৪ দিনে ছবিটির মোট আয় ৯১.৫০ কোটি রুপি।
অন্যদিকে, ছবির তেলেগু সংস্করণ সম্পর্কে কথা বলতে গেলে, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানায় চতুর্থ দিনে RRR ১৭ কোটি আয় করেছে। এই ভাবে তেলেগু ভাষী রাজ্যগুলিতে ছবির মোট আয় ১৫৬ কোটি পৌঁছেছে। ফিল্মের তেলেগু সংস্করণের পাশাপাশি, আরআরআর-এর হিন্দি সংস্করণের পতনও নির্মাতাদের উদ্বেগের কারণ হতে পারে। RRR Box Office Collection
মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাট ও অজয় দেবগনকে।
করণ জোহর এই ছবির ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন, “এখানে অনেক পরিচালকরা রয়েছেন বটে, কিন্তু এসএস রাজামৌলী স্যর আপনার শ্বাসরোধ করে দিতেও সক্ষম। আবার RRR ছবির সুবাদেই তা প্রমাণিত করলেন তিনি। ওঁর দৃষ্টিভঙ্গী এবং এহেন মেগামাস্টার ছবি তৈরির দক্ষতার জন্যই ওঁকে স্যলুট।” RRR Box Office Collection
ছবিটি ঘরোয়া বক্স অফিসে ৩০০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সংগ্রহে ৫০০ কোটি রুপি ছুঁয়েছে রবিবার ।
RRR Box Office Collection
আরও পড়ুন; Kim Sharma And Leander Paes Dating Anniversary; কিম শর্মা লিয়েন্ডার পেসের প্রথম প্রেম বার্ষিকী
আরও পড়ুন; Urfi Javed latest Weird Look; সারা গায়ে নিজের ছবি! ফের ভাইরাল উরফি জাভেদ!
Publish By Abanti Roy