Wednesday, September 11, 2024
HomeবিনোদনRajkummar Rao: 'Maalik' ছবিতে এবার গ্যাংস্টারের ভূমিকায় রাজকুমার

Rajkummar Rao: ‘Maalik’ ছবিতে এবার গ্যাংস্টারের ভূমিকায় রাজকুমার

সম্প্রতি মুক্তি পেয়েছে স্ত্রী ২ ছবিটি৷ এই ছবির মাধ্যমে ফের দর্শক-মন জয় করেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)৷ বক্স-অফিসেও ঝড় তুলেছে শ্রদ্ধা-রাজকুমারের এই ছবি৷ আর এই রেশ থাকতে থাকতেই ভক্তদের সুখবর দিলেন রাজকুমার৷ জানালেন তাঁর আপকামিং ছবির কথা৷

কী জানালেন রাজকুমার?

নিজের ৪০তম জন্মদিনে রাজকুমার রাও (Rajkummar Rao) তাঁর পরবর্তী ছবির ফার্স্ট-লুক পোস্টার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷ ছবির নাম ‘Maalik’, যেখানে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে৷

আরও পড়ুন : Stree 2 ছবিতে ভয়ঙ্কর ‘Sarkata’র ভূমিকায় আসলে কে অভিনয় করেছেন জানেন?

এই প্রথম এই ধরনের একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাজকুমার৷ পোস্টারে রাজকুমারের হাতে একটি বন্দুক দেখা যাচ্ছে৷

ইনস্টাগ্রামে নয়া ছবির বিষয়ে ভক্তদের জানিয়ে ক্যাপশনে তিনি (Rajkummar Rao) লেখেন, “#Maalik ki duniya mein aapka Swagat hai. Shoot shuru ho chuka hai, jald hi mulaqat hogi ”

 

 

View this post on Instagram

 

A post shared by RajKummar Rao (@rajkummar_rao)

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular