Priyanka Chopra changed her decision সিদ্ধান্ত বদল, বলিউড ছবি থেকে সরে যেতে পারেন প্রিয়াঙ্কা
ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : সময়ের আগেই এসেছে সন্তান, তাঁকে ঘিরেই এখন দিন কাটছে প্রিয়াঙ্কার। সূূত্রে খবর, সেই কারণে বলিউডের কামব্যাক ফিল্ম থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।
দীর্ঘদিন বলিউডের কোনও ছবিতে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে। সূত্রের খবর, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির সঙ্গেই বলিউডে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা। কিন্তু সময়ের অনেক আগেই সন্তানের জন্ম হওয়ায় আপাতত ব্যস্ত তিনি ।
‘জি রে জারা’র গল্প লিখেছেন জোয়া আখতার, রিমা কাগতি এবং ফারহান আখতার। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। ২০২২ সালে ফ্লোরে যাবে এই ছবি। সবকিছু পরিকল্পনামাফিক চললে ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘জি লে জারা’।এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাওয়ার কথা ক্যাটরিনা ও আলিয়াকে।
আরও পড়ুন : প্রেম নিয়ে কোনও রাখঢাক নেই রাহুল – আথিয়ার