ইন্ডিয়া নিউজ বাংলা
Photos of Pooja Banerjee
কলকাতা;‘দেবো কে দেব… মহাদেব’-এর পার্বতী অর্থাৎ পূজা ব্যানার্জি তার নতুন ফটোশুটের জন্য আলোচনায় রয়েছেন। টিভি শো ছাড়াও অনেক মিউজিক ভিডিওতে দেখা গেছে পূজাকে। পার্বতীর মতো সাদামাটা চরিত্রের পর পূজার বোল্ড ছবি দেখে ভক্তরা অবাক।
সাদা রঙের পোশাকে ফটোশুট করেছেন পূজা ব্যানার্জি। এটি তার মিউজিক ভিডিওর সময় ক্লিক করা হয়েছিল। ভক্তরা এই ছবিগুলি দেখে তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। Photos of Pooja Banerjee
আরও পড়ুন; Paneer Chilli Recipe : পালং পনিরের মতোই আরেকটি জনপ্রিয় আইটেম হল চিলি পনির
সাদা রঙের লেহেঙ্গা ও চোলিতে খোলা চুলে ফটো সেশন করেছেন পূজা ব্যানার্জি। এই ছবিগুলি হলি উপলক্ষে প্রকাশিত পূজার নতুন মিউজিক ভিডিওর, যেখানে পূজা তার স্বামী কুনাল ভার্মার সাথে কাজ করছেন। পূজা ব্যানার্জী তার এই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভক্তরা তাদের ভালোবাসা ও প্রশংসা করছেন ‘অসাধারণ’, ‘সুপারজি’ বলে। গভীর গলা সাদা রঙের ব্লাউজে পোজ দিতে দেখা যায় পূজাকে। সোনালি রঙের পাড় পোশাকটিকে আরও সুন্দর করে তুলছে।
পূজা ব্যানার্জির এই ছবি দেখুন। ধুসর পোশাকে তাপমাত্রা বারাচ্ছেন অভিনেত্রী। ধূসর রঙের মিনি পোশাকে পূজা ব্যানার্জীকে দেখে অবাক ভক্তরা। ‘পার্বতী’র এই পরিবর্তন অনেক ভক্ত পছন্দ করছেন আবার অনেকে অপছন্দ করছেন। Photos of Pooja Banerjee
আজকাল বাংলা টিভি শোতে ব্যস্ত পূজা ব্যানার্জি। এছাড়া হোলিতে মুক্তি পাওয়া তার মিউজিক ভিডিওটিও ভক্তরা বেশ পছন্দ করেছে।
Photos of Pooja Banerjee
আরও পড়ুন; Lara Dutta tests positive for COVID-19; করোনা আক্রান্ত প্রাক্তন মিস ইউনিভার্স লারা দত্ত
আরও পড়ুন; Foods that will increase physical strength; দৈহিক শক্তি বাড়াবে যেসব খাবার
Publish by Abanti Roy