Sunday, February 16, 2025
HomeবিনোদনFILMSOrchita Sporshia Bangladeshi actress Controversy বিতর্কে বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা

Orchita Sporshia Bangladeshi actress Controversy বিতর্কে বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা

Orchita Sporshia Bangladeshi actress Controversy বিতর্কে বাংলাদেশী অভিনেত্রী অর্চিতা, নিয়ে যাওয়া হল থানায়

ইন্ডিয়া নিউজ বাংলা, কলকাতা : বিতর্কে জড়ালেন বাঙলাদেশের আরও এক অভিনেত্রী। মদ খেয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে।

Bangladeshi actress Controversy মদ্যপ অবস্থায় ছিলেন অভিনেত্রী এবং তাঁর সঙ্গী

সূত্রের খবর, ঢাকার সাতমসজিদ রোড এলাকায় বৃৃহস্পতিবার দ্রুত গতিতে চলা একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়়িতে ছিলেন অভিনেত্রী অর্চিতা এবং তাঁর সঙ্গী। পুলিশের দাবি, অভিনেত্রী এবং তাঁর সঙ্গী ব্যবসায়ী প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য  দুু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। এমনকি , পুলিশের সাঙ্গে তারা খারাপ ব্যবহারও করেন। পরে তাঁরা ক্ষমা চাইলে,মুচলেকা দিয়ে রাত ৩টে নাগাদ তাঁদের ছেড়ে দেওয়া হয়।  যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী।

আরোও পড়ুন : আমাদের গল্পগুলো মনে পড়ে ইরফান? বাবিল তোমায় বড্ড মিস করে

SHARE
RELATED ARTICLES
Html code here! Replace this with any non empty raw html code and that's it

Most Popular